TRENDS
Advertisement

সাবধান! রাস্তায় গাড়ি নিয়ে বেরোলে অবশ্যই মাথায় রাখুন এই জিনিসগুলি, নাহলে খসাতে হবে ২৫ হাজার টাকা

ট্র্যাফিক আইন নিয়ে বর্তমানে বেশ কঠোর প্রশাসন। রাস্তায় আইন ভঙ্গকারীদের মোটা অংকের চালান ধরিয়ে দেওয়া হচ্ছে। মোটরসাইকেল থেকে স্কুটার, চারচাকা, সমস্ত গাড়ির ওপরেই পুঙ্খানুপুঙ্খ নজর রেখেছে ট্রাফিক পুলিশ। নিয়ম অমান্য…

Published By: Ritwik | Published On:

ট্র্যাফিক আইন নিয়ে বর্তমানে বেশ কঠোর প্রশাসন। রাস্তায় আইন ভঙ্গকারীদের মোটা অংকের চালান ধরিয়ে দেওয়া হচ্ছে। মোটরসাইকেল থেকে স্কুটার, চারচাকা, সমস্ত গাড়ির ওপরেই পুঙ্খানুপুঙ্খ নজর রেখেছে ট্রাফিক পুলিশ। নিয়ম অমান্য করায় গাড়ির চালানের অংকও বাড়িয়ে একেবারে ২৫,০০০ টাকা পর্যন্ত করা হয়েছে।

Advertisements
Whatsapp-color Created with Sketch. 🚗 গাড়ি-বাইকের খবর পেতে জয়েন করুন 👉🏻
✅ এখনই যোগ দিন

রাস্তায় গাড়ি চালানোর সময় আইন না মানলে জরিমানার পাশপাশি আপনার ড্রাইভিং লাইসেন্সও বাতিল করা হতে পারে। আজকাল আবার হাল ফ্যাশনের যুগে অনেকেই তাদের গাড়ি মডিফাই করিয়ে থাকেন। কিন্তু জানেন না , সেই কার্য করার ক্ষেত্রেও নিয়ম বেঁধে রেখেছে সরকার। আপনি যদি আইন না মেনে চলেন তাহলে বিপুল জরিমানা থেকে কড়া শাস্তি, সবই জুটতে পারে আপনার কপালে।সাবধান! রাস্তায় গাড়ি নিয়ে বেরোলে অবশ্যই মাথায় রাখুন এই জিনিসগুলি, নাহলে খসাতে হবে ২৫ হাজার টাকা

নীচে আমরা ৩টি শর্তের কথা জানাচ্ছি, এগুলো আপনাকে মেনে চলতেই হবে।

১) টু হুইলার মডিফিকেশন :
আপনি যদি আপনার বাইক বা স্কুটার পরিবর্তন করে থাকেন, তাহলে সতর্ক হয়ে যান। কারণ নয়ানিয়মে বাইকে কোনো পরিবর্তন করা নিষিদ্ধ। জরিমানা তো বটেই সাথে বাইকটিকে কব্জাও করতে পারে পুলিশ।

২) মডিফায়েড সাইলেন্সার : বর্তমানে অনেকেই তাদের বাইকের সাইলেন্সারও মডিফাই করে। এই ক্রেজ দেখা যায় রয়্যাল এনফিল্ড বুলেটে। অনেক সময় এমন সাইলেন্সার ব্যবহার করা হয় যা বেশি শব্দ তৈরি করে। জানিয়ে রাখি যে, এই ধরণের গাড়ি চালালেও আপনাকে আটকাতে পারে ট্র্যাফিক পুলিশ। শব্দ দূষণের কারণে মোটা ফাইন দিতে হতে পারে।সাবধান! রাস্তায় গাড়ি নিয়ে বেরোলে অবশ্যই মাথায় রাখুন এই জিনিসগুলি, নাহলে খসাতে হবে ২৫ হাজার টাকা

৩) অভিনব নম্বর প্লেট : মোটর যান আইন অনুযায়ী যদি আপনার গাড়িতে অভিনব নম্বর প্লেট ব্যবহার করা হয় সেটিও বেআইনি৷ সরকার গাড়ির জন্য একটি নির্দিষ্ট স্টাইল শিট নির্ধারণ করেছে। সেখানে প্লেটের সমস্ত অঙ্কগুলিই স্পষ্টভাবে দৃশ্যমান হওয়া উচিত। কোনোভাবেই ডিজাইন অক্ষর ব্যবহার করা উচিৎ নয়। এক্ষেত্রেও চালান দিতে হতে পারে আপনাকে।

About Author