লেটেস্ট ডেটা রিপোর্ট দেখাচ্ছে 150-200 সিসি সেগমেন্টর বিক্রি বেড়েছে অনেকখানি। আগের বিভিন্ন সময়ে বিক্রি বেশি ছিল 150 সিসির নিচের বাইকগুলোর। কিন্তু সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী 150 থেকে 200 সিসি বাইকের রেকর্ড বিক্রি হয়েছে। এক্ষেত্রে বাইকগুলোর কর্মক্ষমতা, জ্বালানি দক্ষতা এবং ডিজাইনের মধ্যে ভারসাম্য বজায় রাখে।
150 থেকে 200 সিসি সেগমেন্টের মধ্যে রেকর্ড বিক্রি করেছে Bajaj Auto, TVS Motor, Yamaha, Hero MotoCorp এবং Honda। এছাড়া Suzuki এবং Kawasaki’র কয়েকটি মডেলও দারুণ বিক্রি হয়েছে এবার। উল্লেখ্য যে, শীর্ষ 150cc থেকে 200cc সেগমেন্টে সবচেয়ে বড় অংশ দখল করেছে Bajaj Pulsar। বাজারের মোট 32% অংশ দখল করে রয়েছে তারা।
অক্টোবর 2023-এ সেরা 10টি মোটরসাইকেল বিক্রয় এর মধ্যে চলতি বছরে বিক্রী বেড়েছে 0.77%। যেখানে গতবছর অক্টোবরে 1,79,043 বাইক বিক্রি হয়েছে সেখানে চলতি বছরে বিক্রী হয়েছে মোট 1,80,417 ইউনিট। সেপ্টেম্বর মাসে বিক্রি হয়েছে 1,51,282 ইউনিট। মডেল হিসেবে Pulsar এর বিক্রি সবচেয়ে বেশি।
অক্টোবর মাসে Bajaj Pulsar বাইকের বিক্রি বেড়েছে 15.81%। অক্টোবর 2022 এ যেখানে 49,389 টি বাইক বিক্রি হয় সেখানে 2023 এর অক্টোবরে মোট 57,198 টি Pulsar বিক্রি হয়েছে। উল্লেখ্য 150 থেকে 200 সিসি সেগমেন্টের মোট বিক্রি 31.70%। এরপরই রয়েছে TVS এর Apache। যদিও গত বছরের তুলনায় এবার 4.39% কমেছে। চলতি বছরের অক্টোবর মাসে 39,187টি Apache বিক্রি হয়েছে কিন্তু গত বছর অক্টোবরে মোট Apache বিক্রি হয় 40,988 ইউনিট।
বর্তমানে বাজারের মোট 21.72% দখল রয়েছে Apache এর কাছে। এরপরই রয়েছে Yamaha FZ। গত বছরের তুলনায় এবার 11.94% বিক্রি কমেছে। অক্টোবর 2022 এ 20,440 ইউনিট Yamaha FZ হলেও এবার 18000 ইউনিট বিক্রি হয়েছে বাজারে। 16,404 ইউনিট বিক্রি হওয়ায় চতুর্থ স্থানে রয়েছে Honda Unicorn। পঞ্চম স্থানে রয়েছে R15, সেটির মোট বিক্রি হয়েছে 12,964 ইউনিট।