ভারতীয় তরুণদের বহুদিনের শখ বাইকে চেপে লাদাখ ট্রিপে যাওয়ার। কিন্তু খুবই অল্পসংখ্যকজন সেই স্বপ্ন পূরণ করতে পারেন। নানান কারণে লাদাখ ট্রিপ করা অসম্ভব হয়ে পড়ে, কিন্তু আরেকটি বিষয় হলো সঠিক বাইক না থাকা। লাদাখের রাস্তা পাথুরে, তারপর আবার সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতাও অনেক বেশি। সাথে আবার যুক্ত হয় অক্সিজেনের অভাব!
লেহ-লাদাখ ট্যুরে বেরোলে প্রয়োজন পড়ে উচ্ছশক্তি সম্পন্ন অ্যাডভেঞ্চার এবং ক্রুজার অথবা স্পোর্টস বাইকের। কিন্তু কোন কোন বাইক কিনতে পারেন আপনি? সঠিক দামে কোন বাইক নেওয়া যায় সেই নিয়ে ধন্ধে অনেকে। কিন্তু চিন্তার কারণ নেই, আজ এমন কিছু অফ-রোডিং বাইকের বিষয়ে বলতে চলেছি যেখানে দারুণ পারফরম্যান্স পেয়ে যাবেন আপনি।
অবশ্য আজকের এই আলোচনার কারণ বিরোধী দলনেতা রাহুল গান্ধীর লাদাখ ভ্রমণ, তাও আবার বাইকে। কদিন আগেই ভারত জড়ো যাত্রার পর রাহুল গান্ধী আবার লাদাখে পৌঁছে গিয়েছেন! সারা ভারতে অবশ্য নানান আলোচনা চলছে সেই ট্যুর নিয়ে। কেও রাহুল গান্ধীর এই ট্যুরের পরিকাঠামোর উন্নয়নের জন্য বিজেপির গুনগান করছেন। তো অন্যজন রাহুল গান্ধীর ট্যুরের সমালোচনায় নেমেছেন। কিন্তু আমাদের আজকের দেখার কোন বাইকে চড়ে সেখানে পৌঁছেছেন তিনি।
জানিয়ে দিই রাহুল গান্ধী এক্ষেত্রে কোনো ভারতীয় ব্র্যান্ড ( যেমন Royal Enfield অথবা TVS, Bajaj) নয়, ভরসা রাখেন বিদেশী KTM বাইকের ওপর। যে বাইকে চড়ে পাহাড় চষে বেড়াচ্ছেন গান্ধী সেটি হলো KTM 390 Duke। বাইকটি অফ-রোডিংয়ের জন্য বেশ জনপ্রিয়। বাইকে থাকছে 397 সিসি ইঞ্জিন যা মোট 42.9 হর্সপাওয়র শক্তি উৎপন্ন করতে সক্ষম। সর্বোচ্চ 167kmph গতিবেগে যেতে সক্ষম Duke 390। 3.16 লাখ টাকা দামের সাথে বাজারে কিনতে পারবেন আপনি।
কিন্তু তাছাড়া আর কোন বাইক নিয়ে লাদাখ ঘুরে আসতে পারবেন?
তালিকায় প্রথম নাম Royal Enfield Himalayan 410। নাম দেখেই বুঝতে পারছেন যে গাড়িটি এই উচ্চতায় আরামসে যেতে সক্ষম। এক্স-শোরুম দাম থাকছে 2.15 থেকে 2.23 লাখ টাকা। এছাড়া রয়েছে Bajaj Dominar 400 ( এক্স-শোরুম দাম 2.23 লাখ টাকা) এবং Hero Xpulse 200 ( এক্স-শোরুম দাম 1.37 লক্ষ টাকা)। আরো অন্যান্য বাইক থাকলেও বাজেটের হিসেবে ওপরের তিনটি বাইকই সেরা।