বাজারে ঝড় তুলেছে নতুন KTM বাইকের সম্ভার। শক্তি এবং ডিজাইনের আদর্শ মিশ্রণে তৈরি হয়েছে KTM এর এই বাইকগুলো। KTM এসে Pulsar এর বাজারের বড় অংশ দখল করে। কিন্তু এবার সেই বাজী ঘুরতে চলেছে। খবর অনুযায়ী খুবই জলদি KTM এর বাজার দখল করতে আসছে শক্তিশালী Pulsar NS 400। দীর্ঘ অপেক্ষার পর 400 সিসি ইঞ্জিনের সাথে আসছে Pulsar NS 400।
আগামী বছর বাজারে আসতে পারে নয়া বাইক।Pulsar NS 200 চ্যাসিসের ওপরই তৈরি হবে নতুন NS 400। যদিও ডিজাইন চেঞ্জ হবে সামান্য। সেইসাথে NS 200 এর থেকে NS 400 বাইকটি অনেক বেশি শক্তি উৎপন্ন করতে সক্ষম। নতুন বাইকে চ্যাসিস আরো শক্তিশালী হবে। তবে বড় ইঞ্জিন থাকলেও বর্তমান পালসার NS200-এর সমান আকারেই আসতে পারে।
নতুন Pulsar NS 400 আগের থেকে ওজনে বেশ কিছুটা ভারী হতে চলেছে। যদিও বাইকটি Dominar 400 এর থেকে হালকা হতে চলেছে। বাজাজ Dominar এর থেকে ইঞ্জিন ধার করতে পারে। যা মোট 40hp শক্তি তৈরি করতে সক্ষম। নতুন NS400 বাইকটি চালককে দারুণ অভিজ্ঞতা দেয়।
এখনই অবশ্য বিস্তারিত কিছু জানা যায়নি। তবে ডিজাইনে বেশ কতকগুলি পরিবর্তন আসতে পারে। অন্যান্য NS বাইকের মতোই ডিজাইন ল্যাঙ্গুয়েজ থাকবে এই বাইকেও। আসন্ন বাইকে NS সিরিজের অন্যান্য মডেলের মতো এখানেও USD ফর্ক থাকবে। ছয় গতির গিয়ারবক্স এবং একটি স্লিপ অ্যাসিস্ট ক্লাচ থাকবে।
Pulsar NS400 বাইকে কানেক্টিভিটি এবং অন্যান্য ফিচারস থাকবে। LED হেডল্যাম্প সহ নতুন ফিচারসও থাকবে এখানে। প্রসঙ্গত Bajaj Pulsar NS400 বাইকটি Dominar 400-এর নীচেই থাকবে। Dominar 400 এর বর্তমান দাম 2.3 লক্ষ টাকা। সেটি মোট 40hp শক্তি উৎপন্ন করে। তাই আশা করা যায় যে, নতুন Pulsar NS 400 বাইকটির দাম 2.3 লাখের মধ্যেই থাকবে।