সামনেই উৎসবের মরশুম। তাই বিক্রিবাটা বাড়াতে বিভিন্ন কোম্পানি মোটা অংকের ছাড় সহ নানান অফার নিয়ে হাজির। বাইকের বাজারেও বড় ছাড় দিতে দেখা যাচ্ছে। কিন্তু আমরা যদি বলি 80,000 এর বাইক এবার আপনি কিনতে পারেন 30 হাজার টাকায় তাহলে শুনতে অদ্ভুৎ লাগলেও বাস্তবে দারুণ চলবে। কীভাবে দেখে নিন নীচে।
সস্তায় বাইক কেনার থাকলে সেকেন্ড হ্যান্ড বাইকগুলো ভালো অপশন হতে পারে। এজন্য বেশ কয়েকটি ওয়েবসাইটও তৈরি হয়েছে। আপনাদের সুবিধার্থে সেরকমই কয়কেটি সাইট থেকে খুঁড়ে বের করেছি তিনটি সেরা পণ্য। এগুলোই কম দামে সেরা বাইক হতে পারে।
1) প্রথম বাইকটি রয়েছে Bikedekho সাইটে। Hero Splendor Plus বাইকের 2017 মডেলটি মাত্র 31,000 কিমি চলেছে। টাকায় কিনতে পারেন আপনি। দিল্লিতে রেজিস্টার্ড বাইকটির দাম পড়বে 40 হাজার টাকা।
2) এরপর আরেকটি বাইক রয়েছে Bikedekho এর সাইটে। 2018 সালের বাইকের দাম পড়বে 42,000 টাকা। এটিও দিল্লিতেই উপলব্ধ।
3) তৃতীয় অফারটি রয়েছে Olx এ। 2017 সালের মডেলটি মাত্র 3,000 কিলোমিটার চলেছে। দারুণ অবস্থায় রয়েছে বাইকটি। একদম নতুন অবস্থায় থাকা বাইকের দাম পড়বে মাত্র 30,000 টাকা।