TRENDS
Advertisement

মাত্র 17,000 দিয়ে ঘরে আনুন Royal Enfield Hunter 350! পাবেন 36 কিমি মাইলেজ, দেখুন আর কী কী ফিচার্স আছে

আজই নিয়ে আসুন রয়্যাল এনফিল্ডের বেস্ট সেলিং Hunter 350, অল্প কয়েকদিনেই বেস্ট সেলিং বাইক হয়ে ওঠেছে এটি ন্যূনতম দামে কীভাবে কিনবেন দেখে নিন

Published By: Ritwik | Published On:

বর্তমানে তরুণ প্রজন্মের কাছে ক্রুজার এবং নিও রেট্রো স্টাইলের বাইকের আবেদন বেড়েছে। এক্ষেত্রে একগুচ্ছ অপশন থাকলেও মানুষের পছন্দ প্রিয় Royal Enfield। তরুণদের কথা মাথায় রেখে সংস্থাটি নিজেদের Hunter বাইকটি নিয়ে আসে। গাড়িটি আপাতত বেশ পছন্দের হয়ে ওঠেছে মানুষের মধ্যে।মাত্র 17,000 দিয়ে ঘরে আনুন Royal Enfield Hunter 350! পাবেন 36 কিমি মাইলেজ, দেখুন আর কী কী ফিচার্স আছে

Advertisements
Whatsapp-color Created with Sketch. 🚗 গাড়ি-বাইকের খবর পেতে জয়েন করুন 👉🏻
✅ এখনই যোগ দিন

Royal Enfield এর বিভিন্ন গাড়ি থাকলেও গত বছর বাজারে আসা Hunter বাইকটি বিক্রির নতুন রেকর্ড গড়েছে। এমনকি Bullet এবং ক্লাসিককেও পিছনে ফেলেছে বিক্রির অংকে। এই বাইকটি বেশ সস্তায় কিনতে পারবেন আপনি। দেখে নিন কেমন স্পেসিফিকেশন রয়েছে বাইকে।

ইঞ্জিন : Hunter 350 বাইকে Royal Enfield তাদের J সিরিজের ইঞ্জিন ব্যবহার করেছে। 349.34 cc-র একটি শক্তিশালী এয়ার কুল ইঞ্জিন মোট 20.4 PS শক্তি উৎপন্ন করতে সক্ষম। একইসাথে গাড়িটি সর্বোচ্চ 27 Nm পিক টর্ক জেনারেট করে। 6 গতির গিয়ারের সাহায্যে গাড়িটি বাজারে দেদার বিক্রি হচ্ছে। আর এই গাড়িটিই আপনি নিজের করতে পারেন, তাও খুবই নামমাত্র টাকার বিনিময়ে।

মাত্র 17,000 দিয়ে ঘরে আনুন Royal Enfield Hunter 350! পাবেন 36 কিমি মাইলেজ, দেখুন আর কী কী ফিচার্স আছে

ফিচারস : Royal Enfield বাইকটিতে লম্বা সিট, লম্বা হ্যান্ডেলবার, রাউন্ড রিয়ার ভিউ মিরর, টুইন শক অ্যাবজর্বার সহ নতুন ফ্রন্ট ডিস্ক ব্রেক এবং রিয়ার ড্রাম ব্রেক এর সাথে সিঙ্গেল চ্যানেল ABS এর ফিচার থাকছে। গাড়িটি ট্রিপার নেভিগেশন সিস্টেম সাপোর্ট সহ একদম নতুন স্টাইলের ইন্সট্রুমেন্ট ক্লাস্টারের সাথে আসতে পারে।

দাম: Royal Enfield Hunter 350 বাইকটির দাম রয়েছে 1.50 লক্ষ টাকা থেকে 1.75 লক্ষ টাকা।

মাত্র 17,000 দিয়ে ঘরে আনুন Royal Enfield Hunter 350! পাবেন 36 কিমি মাইলেজ, দেখুন আর কী কী ফিচার্স আছে

ফাইন্যান্স প্ল্যান : Hunter 350 গাড়িটির এক্স-শোরুম দাম শুরু হচ্ছে 1,49,900 টাকা থেকে। ট-এন্ড রেবেল মডেলের এক্স-শোরুম দাম 1,71,900 টাকা৷ গাড়িটির বেস ভারিয়েন্টটি যদি কেনেন আপনি তাহলে সস্তায় কীভাবে নেবেন সেটা জানিয়ে দিচ্ছি। আপনাকে প্রথমেই 17,000 টাকার ডাউন পেমেন্ট করতে হবে। এরপর বাকি অংক 9.7% সুদের হারে মাসিক 5026 টাকায় কিনতে পারবেন। তাহলে আর দেরি কিসের, এক্ষুণি নিকটবর্তী Royal Enfield শোরুম ঘুরে আসুন।

About Author