আচ্ছা বলুন তো গাড়ি অর্থাৎ চার চাকার গাড়ি এবং মোটরবাইকের মধ্যে পার্থক্য কী কী? আপাতদৃষ্টিতে বহু ফারাক দেখা গেলেও মূল পার্থক্য হচ্ছে তাদের আয়তনে। কিন্তু আজ আমরা এমন এক গাড়ির বিষয়ে জানাতে চলেছি যেখানে এই ফারাক প্রায় নেই বললেই চলে। আজ আমরা যে গাড়ির বিষয়ে বলতে চলেছি তার নাম Polaris Slingshot R। চলুন তাহলে দেখে নেওয়া যাক গাড়িটিকে নিয়ে।
এখন ছবি দেখে আপনি যদি মনে করে থাকেন এটি একটি স্পোর্টস কার তাহলে খুবই ভুল ভাবছেন। যে সংস্থা এই গাড়িটিকে তৈরি করেছে অর্থাৎ Polaris, তারা কিন্তু মোটরসাইকেল হিসাবেই নথিভুক্ত করেছে। সেখানে দরজা অথবা ছাদও নেই এবং আপনাকে এই গাড়িতে চাপলে হেলমেট পরতেই হবে। তবে গাড়িটি বেশ শক্তিশালী ফিচারসের সাথে আসে।
আপনাদের জানিয়ে রাখি যে, 2 লিটার 4 সিলিন্ডার ইঞ্জিন রয়েছে এই বাইকে। যা সর্বোচ্চ 203 হর্সপাওয়ার শক্তি তৈরি করতে সক্ষম। এই বাইকে মোট তিনটি চাকা রয়েছে। যার দুটি সামনে এবং একটি পিছনে। শক্তিশালী এই মোটরসাইকেলটি মাত্র 4.9 সেকেন্ডেই 0 থেকে 100 কিমি গতিতে পৌঁছে দিতে পারে। গাড়িটি লম্বা, চওড়ায় Porsche 911 GT3 এর প্রায় সমান। এবং সেটি সর্বোচ্চ 201 kmph গতি তুলতে সক্ষম।
উল্লেখ্য, এই গাড়িতে চাপলে আপনাকে বাইক পরতেই হবে। নানান উন্নত ফিচারস রয়েছে এখানে। 7 ইঞ্চি ডিসপ্লে, ব্লুটুথ কানেক্টিভিটি, অ্যাপেল কারপ্লে, স্মার্টফোন কানেক্টিভিটি, নেভিগেশনের মত ফিচারস উপস্থিত। মোট 5টি রংয়ে বাজারে উপলব্ধ। মাথায় রাখবেন গাড়িটি কিন্তু সস্তা নয় মোটেই, কারণ বাজারে এটির দাম রয়েছে 33,999 ডলার। এছাড়া ডেলিভারির জন্য আরো 7 ডলার দিতে হবে। উল্লেখ্য ভারতে গাড়িটি বিক্রি হয়না, কিন্তু দুবাই থেকে কেনার জন্য আপনাকে মোট 1.5 কোটি টাকা খরচ করতে হবে।