Read In
Whatsapp
Bike NewsElectric Vehical

Ola S1 Pro VS TVS iQube: এই দুই দুর্দান্ত ইলেক্ট্রিক স্কুটারের মধ্যে কোনটা সেরা? দেখে নিন

সাম্প্রতিক সময়ে ব্যপকভাবে ইলেক্ট্রিক স্কুটারের চাহিদা বেড়েছে। এক্ষেত্রে চাহিদার কথা মাথায় রেখে একাধিক কোম্পানি ভারতের বাজারে নিজেদের স্কুটার লঞ্চ করেছে। বর্তমান সময়ে Ola S1 pro এবং TVS iQube বাজারে বেশ বড় সুখ্যাতি কামিয়েছে। কিন্তু আপনি নেবেন কোনটা? চলুন দেখে নেওয়া যাক।

ইলেক্ট্রিক স্কুটার আপাতত মার্কেটে বেশ বিখ্যাত। কেও কেনার কথা ভাবছেন তো কেও কিনেই নিয়েছেন। আর এই বাজারে জোর টক্কর দিচ্ছে Ola S1pro এবং TVS iqube। দুই স্কুটারের তুল্যমূল্য লড়াই নিচে দেওয়া হলো।

বৈশিষ্ট্য  OLA S1 Pro  TVS iQube 
ব্যাটারি  4kWh  3.04kWh 
চার্জার  750 ওয়াট  650 ওয়াট 
সর্বোচ্চ গতি 116 কিমি প্রতি ঘন্টা 78 কিমি প্রতি ঘন্টা 
রাইডিং মোড  ইকো নর্মাল, স্পোর্ট এবং হাইপার। ইকো এবং পাওয়ার
চার্জিং টাইম  6.30 ঘণ্টা  5 ঘণ্টা (শুন্য থেকে 80% পর্যন্ত)
রেঞ্জ  181 কিমি 115 

ফিচারসের দিক দিয়ে Ola অনেকখানি এগিয়ে। বিশেষ করে iQube এর সাথে গাড়িটির প্রধান বৈশিষ্ট্য বহুগুণ বেশি। আর সেইমতো দামের পার্থক্যও বিদ্যমান। যেখানে Ola S1 pro গাড়িটির দাম রয়েছে 1,24999 টাকা। সেখানে TVS iQube এর মূল্য রয়েছে 99,130 টাকা।

Back to top button