Read In
Whatsapp
Bike NewsElectric Vehical

Ola Electric Bike: গাড়ির মার্কেটে তুলকালাম করতে আসছে Ola-র চারটি ই-বাইক, ধরাশায়ী হবে প্রতিপক্ষরা!

বৈদ্যুতিক গাড়ির বাজারে যে লম্বা সময়ের খেলোয়াড় Ola Electric সেটা তারা বেশ ভালোভাবেই বুঝিয়ে দিচ্ছে। সংস্থাটি এতদিন উন্নতমানের বৈদ্যুতিক স্কুটার নিয়ে এসেছে দেশের অন্দরে। কিন্তু শুধু স্কুটারেই থেমে থাকতে চায়না তারা। শীঘ্রই বৈদ্যুতিক মোটরসাইকেলও নিয়ে আসতে চলেছে সংস্থাটি। আর তার আগে স্বাধীনতা দিবসের দিনই চারটি কনসেপ্ট ইলেকট্রিক বাইক নিয়ে হাজির হয়েছে তারা। চলুন দেখে নেওয়া যাক সেগুলো নিয়ে।

১) Ola Cruiser :

source : car and bikes

নাম থেকেই বুঝতে পারছেন যে, এই বাইকটি ক্রুজার শ্রেণীর মধ্যে আসবে। বাইকটির ডিজাইনেই সেই ছাপ স্পষ্ট। সেখানে ষড়ভুজাকৃতির হাউজিং রয়েছে যেখানে সামনের অংশে একটি ষড়ভুজাকৃতির হাউজিং রয়েছে যা LED হেডল্যাম্প এবং DRL সহ একটি ডিজিটাল ইন্সট্রুমেন্ট কনসোল থাকবে। সামনে থাকা ফুয়েল ট্যাংকের আকৃতিও রয়েছে লম্বা কুঁজ আকৃতির। গাড়িটির সামনে টুইন-ডিস্ক ব্রেক সহ একটি টেলিস্কোপিক ফর্ক সেটআপ দ্বারা সাসপেনশন দেওয়া হয়েছে। গাড়িটির পিছনের দিকে মনোশক এবং সামনে থাকছে ডিস্ক ব্রেক।

২) Ola Adventure :

source : car and bikes

যারা Adventure পছন্দ করেন বিশেষ করে তাদের জন্যই এই বাইকটি এনেছে Ola। আপনি এখানে তীক্ষ্ণ ডিজাইন পেয়ে যাবেন। Adventure বাইকেও এলইডি লাইট পডের ক্লাস্টারের সাথে LED DRL সহ, লম্বা উইন্ডস্ক্রিন পেয়ে যাবেন। অ্যাডভেঞ্চার বাইকটি তৈরি হয়েছে রুক্ষ শুষ্ক থেকে বিভিন্ন ভূখণ্ডে চালানোর জন্য। কারণ সেখানে বেশ ভাল পরিমাণ গ্রাউন্ড ক্লিয়ারেন্স পাওয়া যায়। সামনে 19 ইঞ্চি এবং পিছনে 17 ইঞ্চির ওয়্যার-স্পোক হুইল দেখা যাচ্ছে এই বাইকে।

৩) Ola Roadster : রাস্তার ব্যবহারের জন্য ডিজাইন করা হয়েছে রোডস্টার গাড়িটিকে। এখানে ছোট উইন্ডস্ক্রিন সহ LED স্ট্রিপ হেডল্যাম্প দেখতে পাবেন। জ্বালানী ট্যাঙ্ক এলাকার উভয় পাশে বডি এক্সটেনশন ফ্র্যাঙ্ক থাকছে। রোডস্টারের লুক আপনি পছন্দ করতে বাধ্য। ডিজাইন সহ স্টিয়ারিংটি স্টকের ঠিক পরেই শুরু হয়ে যায়। আর গাড়িটি মেশিন অ্যালুমিনিয়াম দ্বারা তৈরি হওয়ার কারণে বেশ হালকা হয়। এখানে আপনি সামনে USD ফর্ক সেটআপ দ্বারা সাসপেন্সন দেখতে পাবেন। আর পিছনে মনোশক মাউন্ট থাকবে। 17 ইঞ্চির চাকা থাকবে গাড়িতে।

৪) Ola DiamondHead : গাড়িটির ডিজাইন এক্ষেত্রে বড় ভূমিকা পালন করবে। নাম এবং ডিজাইনে বেশ মিল রয়েছে। গাড়িটির সামনের দিকে একটি ভার্টিকাল LED স্ট্রিপ রয়েছে, এবং এর নিচেই আপনি LED হেডল্যাম্প পড দেখতে পাবেন। সুপারস্পোর্ট ক্যাটেগরির বাইক হতে চলেছে বাইকটি। উল্লেখ্য, গাড়িতে দুটি পজিশনে পা রাখার জায়গা রয়েছে যাতে আপনি কমফোর্ট এবং স্পোর্ট উভয় ফিচারস সমেত ইচ্ছামত রাইডিং পজিশন পেয়ে যাবেন। 17 ইঞ্চির চাকার সাথে সামনে টুইন ডিস্ক সেটাপ সহ পিছনে সিঙ্গল ডিস্ক সেট পেয়ে যাবেন। গাড়িটির অ্যারোডাইনামিক স্টাইল পছন্দ হতে বাধ্য।

Back to top button