TRENDS
Advertisement

Bullet নয়, Royal Enfield এর এই বাইক রয়েছে বেস্ট সেলিং বাইকের তালিকায়! জানতেন আপনি?

Royal Enfield বাইকের বিক্রি প্রতি বছর বেড়েই চলেছে। ক্রুজার, অ্যাডভেঞ্চার সহ সমস্ত বাইক সেগমেন্টেরই গাড়ি বিক্রি বেড়েছে। তবে রেকর্ড হাসিল করেছে নতুন Classic 350। 2022 সালে নিজেরই গড়া বিক্রির রেকর্ড…

Published By: Ritwik | Published On:

Royal Enfield বাইকের বিক্রি প্রতি বছর বেড়েই চলেছে। ক্রুজার, অ্যাডভেঞ্চার সহ সমস্ত বাইক সেগমেন্টেরই গাড়ি বিক্রি বেড়েছে। তবে রেকর্ড হাসিল করেছে নতুন Classic 350। 2022 সালে নিজেরই গড়া বিক্রির রেকর্ড বাইকটি ভেঙ্গে দেয় 2023 সালে। এই সময়ে বিক্রি বেড়েছে 13.34%। নতুন বাইক এলেও Classic 350 এখনো মানুষের নম্বর ওয়ান পছন্দ। Bullet নয়, Royal Enfield এর এই বাইক রয়েছে বেস্ট সেলিং বাইকের তালিকায়! জানতেন আপনি?

Advertisements
Whatsapp-color Created with Sketch. 🚗 গাড়ি-বাইকের খবর পেতে জয়েন করুন 👉🏻
✅ এখনই যোগ দিন

Bullet 350 বাইকটি বহু বছর ধরে বিক্রি হচ্ছে। Classic 350 ছাড়া Bullet এরই কদর সবচেয়ে বেশি। বহু দশক ধরে এই Bullet এর বিক্রি রেকর্ড গড়লেও নতুন Classic বাজারের হাল বদল করে দিয়েছে। প্রতিযোগিতা বাড়াতে Royal Enfield নিজেই বাজারে নতুন Bullet 350 লঞ্চ করেছে। Bullet 350 এর নতুন ভার্সনের বিক্রিও কম নয়।

Bullet নয়, Royal Enfield এর এই বাইক রয়েছে বেস্ট সেলিং বাইকের তালিকায়! জানতেন আপনি?

তবে আপনাদের জানিয়ে দিই যে, Royal Enfield Classic 350 বাইক গত নভেম্বর মাসে 30 হাজারেরও বেশি বাইক বিক্রি করেছে। 2022 সালের একই সময়ের তুলনায় 2023 এ বিক্রি বেড়েছে 13.34%। মোট 30,264 টি ক্লাসিক বাইক বিক্রি করে ইতিমধ্যেই টপ-10 বাইকের মধ্যে 9ম অবস্থানে পৌঁছে গিয়েছে।

Bullet নয়, Royal Enfield এর এই বাইক রয়েছে বেস্ট সেলিং বাইকের তালিকায়! জানতেন আপনি?

উল্লেখ্য, Classic 350 এর এক্স শোরুম দাম শুরু হচ্ছে 1.93 লক্ষ টাকা থেকে। টপ মডেলের এক্স শোরুম দাম 2.24 লক্ষ টাকা। সিঙ্গল চ্যানেল এবং ডুয়াল চ্যানেল ABS উভয় ভার্সনেই বাইকটি উপলব্ধ। Classic 350 তে ইঞ্জিন রয়েছে 350 সিসির। সেখানে 4-স্ট্রোক এয়ার-কুলড ইঞ্জিন রয়েছে যা 20.2 PS শক্তি এবং 27 Nm টর্ক পাওয়ার আউটপুট প্রদান করে।

About Author