TRENDS
Advertisement

বুলেট নয়, এবার বাজার কাঁপাবে 650 সিসির নতুন বাইক! Royal Enfield আনছে শক্তিশালী নয়া বাইক

Royal Enfield কিছুদিন আগে গোয়াতে অনুষ্ঠিত Motoverse ইভেন্টে প্রথমবারের জন্য সামনে আনে তাদের নতুন Shotgun 650 বাইকটি। Super meteor 650 এর সাথে বাইকের মিল থাকলেও সেখানে বেশ কিছু পরিবর্তন করেছে…

Published By: Ritwik | Published On:

Royal Enfield কিছুদিন আগে গোয়াতে অনুষ্ঠিত Motoverse ইভেন্টে প্রথমবারের জন্য সামনে আনে তাদের নতুন Shotgun 650 বাইকটি। Super meteor 650 এর সাথে বাইকের মিল থাকলেও সেখানে বেশ কিছু পরিবর্তন করেছে Royal Enfield। 2024 এর শুরুর দিকে বাইকটি বাজারে আসবে। কিন্তু কেমন হলো নতুন বাইক? চলুন তাই জানাচ্ছি। বুলেট নয়, এবার বাজার কাঁপাবে 650 সিসির নতুন বাইক! Royal Enfield আনছে শক্তিশালী নয়া বাইক

Advertisements
Whatsapp-color Created with Sketch. 🚗 গাড়ি-বাইকের খবর পেতে জয়েন করুন 👉🏻
✅ এখনই যোগ দিন

রয়্যাল এনফিল্ড শটগান 650 স্টেনসিল হোয়াইট, প্লাজমা ব্লু, ড্রিল গ্রিন এবং শিটমেটাল গ্রে, এই চার রঙের সাথে আসছে। সামনে 18 ইঞ্চি এবং পিছনে 17 ইঞ্চির টিউবলেস টায়ার সমেত অ্যালয় হুইল দেখা যাবে। সাসপেনশনের জন্য সামনের অংশে 43 mm এর বড় মাল্টি-পিস্টন ফর্ক এবং পিছনের টুইন টিউব 5-স্টেপ শক সাসপেনশন থাকছে।

Shotgun 650 বাইকের সামনে 320 মিমি ফ্রন্ট ডিস্ক এবং পিছনে 300 মিমি ডিস্ক ব্রেক থাকবে ব্রেকিংয়ের জন্য। এছাড়া বাইকে ডুয়াল-চ্যানেল ABS সিস্টেমও দেখা যাবে। LED হেডল্যাম্প এবং টেলল্যাম্প সহ ডিজি-অ্যানালগ ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, ট্রিপার নেভিগেশন, ইউএসবি চার্জিং পোর্ট এবং রয়্যাল এনফিল্ড উইংম্যান সাপোর্ট থাকবে।

বুলেট নয়, এবার বাজার কাঁপাবে 650 সিসির নতুন বাইক! Royal Enfield আনছে শক্তিশালী নয়া বাইক

বাইকটিকে শক্তি জোগানোর জন্য থাকবে 648 cc প্যারালাল-টুইন, এয়ার-অয়েল কুলড ইঞ্জিন। ইঞ্জিনটি মোট 47 bhp শক্তি এবং 52 Nm টর্ক উৎপন্ন করে। 6 গতির গিয়ারবক্সের সাথে যুক্ত থাকবে ইঞ্জিনটি। আশা করা হচ্ছে যে Royal Enfield শটগান 650 ইঞ্জিন এর ওজন এবং স্পেসিফিকেশনের সাথে মেলানোর জন্য পুনরায় টিউন করবে কোম্পানি।

About Author