TRENDS
Advertisement

20 হাজারেই হবে স্বপ্নপূরন, মোবাইলের দামে ঘরে আনুন Hero Splendor Plus! সুযোগ মিস করবেন না

ফাটাফাটি ইঞ্জিন এবং 75 থেকে 80 কিমি মাইলেজের হিরোর গাড়ি নিয়ে যান মাত্র 20 হাজারে !

Published By: Ritwik | Published On:

কমিউটার সেগমেন্টে বেশ বিখ্যাত হিরো মোটকর্পের বিভিন্ন গাড়িগুলো। বাজারে HF, Passion সিরিজের পর Splendor সিরিজের নতুন বাইক আনছে হিরো। বাজারে আসছে নতুন Splendor Plus। পুরনো স্টাইলেই কিন্তু আরো উন্নত ফিচারস এবং শক্তিশালী ইঞ্জিনের সাথে বাজারে আসছে বাইকটি। এছাড়া পেট্রোলের দাম বাড়ার পর থেকে মানুষ অধিক মাইলেজের গাড়িও পছন্দ করেছেন, সেই সুবিধাও রয়েছে এখানে।20 হাজারেই হবে স্বপ্নপূরন, মোবাইলের দামে ঘরে আনুন Hero Splendor Plus! সুযোগ মিস করবেন না

Advertisements
Whatsapp-color Created with Sketch. 🚗 গাড়ি-বাইকের খবর পেতে জয়েন করুন 👉🏻
✅ এখনই যোগ দিন

হিরো স্প্লেন্ডর প্লাসে 125 সিসির ইঞ্জিনেl রয়েছে, সাথে ARAI সার্টিফায়েড 70 km/l মাইলেজ পেতে পারেন আপনি। তবে কিছু নিয়ম মেনে চললে সেই অংক 75 থেকে 80 এর ঘরেও পৌঁছাতে পারে।ডিজিটাল ডিসপ্লে সহ চার্জিং পয়েন্ট এবং ব্লুটুথ কানেক্টিভিটির মত ফিচারও পেয়ে যান। গাড়িটির এক্স-শোরুম দাম শুরু হয় 73,900 টাকা থেকে। কিন্তু আপনার কাছে এই বাজেট না থাকলে কি করবেন ?20 হাজারেই হবে স্বপ্নপূরন, মোবাইলের দামে ঘরে আনুন Hero Splendor Plus! সুযোগ মিস করবেন না

এক্ষেত্রে সেকেন্ড হ্যান্ড বাইক উপযুক্ত হতে পারে। নিচে কয়েকটি সেরকমই বাইকের খোঁজ নিয়ে এলাম আমরা।

1) Droom এর ওয়েবসাইটে 2012 সালের মডেল রয়েছে 18 হাজার টাকার বিনিময়ে। দিল্লিতে রেজিস্টার্ড রয়েছে বাইকটি।20 হাজারেই হবে স্বপ্নপূরন, মোবাইলের দামে ঘরে আনুন Hero Splendor Plus! সুযোগ মিস করবেন না

2) Olx এর সাইটে রয়েছে আরেকটি অফার রয়েছে। 2014 সালের বাইকটির দাম রয়েছে 24 হাজার টাকা। এখানে আপনি বীমা এবং ফাইন্যান্স প্ল্যানও পেয়ে যাবেন।

3) 2015 সালের Splendor Plus বাইকটি BIKES4SALE ওয়েবসাইটে উপলব্ধ। বাইকটির দাম রয়েছে 30,999 টাকা। গুরুগ্রামে রেজিস্টার্ড বাইকটি কেনার জন্য ফাইন্যান্স প্ল্যানও পেয়ে যাবেন আপনি।

About Author