
TVS তাদের আসন্ন বৈদ্যুতিক লাইন আপে বেশ মননিয়োগ করেছে। আর হবে নাই বা কেন, গত 2022-23 সালেই 10 লাখেরও বেশী বৈদ্যুতিক যানবাহন বিক্রি হয়েছে। জ্বালানি চালিত গাড়ির পরবর্তে ব্যাটারি চালিত স্কুটারের চল বাড়ায় সমস্ত কোম্পানিই বাজার দখলের লক্ষ্যে ঝাঁপিয়েছে। আর সেই মুহুর্তেই দারুণ ইলেক্ট্রিক স্কুটার নিয়ে হাজির TVS iQube।
আপনিও যদি ই স্কুটার কেনার কথা ভাবছেন তাহলে TVS iQube একটি দারুণ অপশন।একবার চার্জেই গাড়িটি 100 কিমি পর্যন্ত ছুটতে পারে। 140 কিমি রেঞ্জ এবং 80 কিমি প্রতি ঘন্টার টপ স্পিড সহ আসার কারণে অনেকেই গাড়িটির প্রতি আকৃষ্ট। iQube এ উপস্থিত শক্তিশালী 3.4kWh ব্যাটারি প্যাক আপনাকে 4 থেকে 5 ঘণ্টার রানিং টাইম দেয়।
একবার খরচ করে স্কুটারটি কিনে নিলেই আর ভাবতে হবেনা। আপনার নিত্যকার যাতায়াতের খরচ প্রায় শূন্য হতে চলেছে। 100 কিমি রেঞ্জ ধরে সারাদিন 20 কিমি চললে 5 দিন গাড়িটি চালাতে পারবেন আপনি। হিসেব কষলে দেখা যায় যে, প্রতিদিন আপনার খরচ মাত্র 3 টাকা! যদিও এই গণিত আপনার চালানো থেকে শুরু করে কেমন রাস্তায় চালাচ্ছেন এবং সেইসাথে ব্যাটারি কত পুরনো এই সমস্ত বিষয়ের প্রভাব পড়বে।
TVS iQube-এ আপনি 5 ইঞ্চির TFT স্ক্রিন পেয়ে যাবেন, সেখানে ব্যাটারি, রাইডিং ইত্যাদি সহ একাধিক তথ্য দেখা সম্ভব হবে। SmartXonnect অ্যাপের মাধ্যমে কল, SMS এলার্ট, জিওফেন্সিং, নেভিগেশন, রিমোট চার্জ অ্যাসিস্ট ইত্যাদি সুবিধা মিলবে। এছাড়া 3 বছর অথবা 50,000 কিলোমিটার পর্যন্ত ব্যাটারির ওপর ওয়ারেন্টি মিলবে। আপাতত বাজারে গাড়িটির দাম রয়েছে 87,691 থেকে 1.5 লক্ষ টাকা (Ex-Showroom)। 20,000 টাকার ডাউন পেমেন্ট সহ 36 মাসের EMI তে 9% সুদের হারে প্রতি মাসে খরচ পড়বে 2153 টাকা।