Read In
Whatsapp
Bike News

টিউবলেস টায়ার সহ ফিউচারিস্টিক লুকের সাথে তিনটি ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে Hunter 350! দাম মাত্র এত

বর্তমানে ভারতের তরুণ প্রজন্মের কাছে ক্রুজার বাইকের আবেদন বেড়েছে অনেকখানি। আর এক্ষেত্রে একগুচ্ছ অপশন থাকলেও মানুষের পছন্দ প্রিয় Royal Enfield। তরুণদের কথা মাথায় রেখে সংস্থাটি নিজেদের Hunter বাইকটি নিয়ে আসে। গাড়িটি আপাতত বেশ পছন্দের হয়ে ওঠেছে মানুষের মধ্যে।

Royal Enfield এর বিভিন্ন গাড়ি থাকলেও গত বছর বাজারে আসা Hunter বাইকটি বিক্রির নতুন রেকর্ড গড়েছে। এমনকি Bullet এবং ক্লাসিককেও পিছনে ফেলেছে বিক্রির অংকে। এই বাইকটিই সস্তায় কিনতে পারবেন আপনি , আর সেই উপায় নিয়ে এসেছি আমরা। তার আগে দেখে নিন কেমন স্পেসিফিকেশন রয়েছে বাইকে।

ইঞ্জিন: Hunter 350 গাড়িতে Royal Enfield তাদের J সিরিজের ইঞ্জিন ব্যবহার করেছে। 349.34 cc-র একটি শক্তিশালী এয়ার কুল ইঞ্জিন মোট 20.4 PS শক্তি উৎপন্ন করতে সক্ষম। একইসাথে গাড়িটি সর্বোচ্চ 27 Nm পিক টর্ক জেনারেট করে। 6 গতির গিয়ারের সাহায্যে গাড়িটি বাজারে দেদার বিক্রি হচ্ছে। আর এই গাড়িটিই আপনি নিজের করতে পারেন, তাও খুবই নামমাত্র টাকার বিনিময়ে।

দাম: Hunter 350 গাড়িটির এক্স-শোরুম দাম শুরু হচ্ছে 1,49,900 টাকা থেকে। টপ-এন্ড রেবেল মডেলের এক্স-শোরুম দাম 1,71,900 টাকা৷

Back to top button