একগুচ্ছ নতুন বাইক আনছে বিভিন্ন কোম্পানি। কিন্তু এসবের মধ্যে বর্তমানে বাজারে উত্তেজনা সৃষ্টি হয়েছে Triumph নিয়ে। কিছুদিন আগেই বাজারে লঞ্চ হয়েছে Speed 400। এবার বাইকটির Scrambler ভার্সন লঞ্চ হওয়ার পালা। মাত্র 10,000 টাকা দিয়েই একটি গাড়ি বুক করতে পারেন আপনি। কিন্তু কেমন হবে এই নতুন বাইক? চলুন দেখে নেওয়া যাক।
Triumph Scrambler 400X বেশ শক্তিশালী ইঞ্জিনের সাথে আসছে। যদিও Speed 400 এর থেকে খুব বেশি আলাদা হবেনা সেটি। কিন্তু অপেক্ষাকৃত বেশি শক্তি উৎপন্ন করবে 400X। আগের ভার্সনের মতোই 398 সিসির সিঙ্গেল সিলিন্ডার লিকুইড কুল ইঞ্জিন থাকবে।
ইঞ্জিনটি মোট 39.5 bhp শক্তি এবং সেইসাথে 37.5 Nm টর্ক উৎপন্ন করবে। 6 গতির ম্যানুয়াল ট্রান্সমিশনের সাথে যুক্ত থাকবে এই ইঞ্জিন। অর্থাৎ এটা বেশ স্পষ্ট যে ইঞ্জিন সরাসরি প্রতিযোগিতা জানাবে KTM 390 Adventure এবং আসন্ন Himalayan 452 কে।
Scrambler 400X মোট 2,177 মিলিমিটার লম্বা, 825 মিলিমিটার চওড়া এবং 835 মিলিমিটার উচ্চতার সিটের সাথে আসে। 1,418 মিলিমিটার লম্বা হুইলবেস এবং 195 মিলিমিটার এর গ্রাউন্ড ক্লিয়ারেন্স অফ-রোডিংয়ে বিশেষ সাহায্য করবে। Scrambler এর লুক এবং ডিজাইন গ্রাহকদের বেশ পছন্দ হয়েছে।
উল্লেখ্য, ট্রায়াম্ফ তাদের স্পিড 400 গাড়ির দাম জানালেও Scrambler ভার্সনের দাম এখনো ঘোষণা করেনি। উল্লেখ্য, Speed 400 এর দাম রয়েছে 2.33 লক্ষ টাকা (Ex showroom)। Scrambler 400X অক্টোবর মাসে পুজোর আগে লঞ্চ হতে পারে। দাম নিয়ে অফিসিয়াল কিছু জানা না গেলেও Scrambler 400X এর এক্স শোরুম দাম থাকতে পারে 2.62 লক্ষ টাকা।