বৈদ্যুতিক গাড়ির বাজারে Ola Electric যে লম্বা সময়ের খেলোয়াড় তা তাদের লেটেস্ট পদক্ষেপ বেশ ভালোভাবেই বুঝিয়ে দিচ্ছে। এতদিন উন্নতমানের বেশ কিছু বৈদ্যুতিক স্কুটার নিয়ে এসেছে দেশের অন্দরে। কিন্তু শুধু স্কুটারেই থেমে থাকতে চায়না তারা। শীঘ্রই বৈদ্যুতিক মোটরসাইকেলও নিয়ে আসছে Ola। স্বাধীনতা দিবসের দিনই চারটি কনসেপ্ট ইলেকট্রিক বাইক নিয়ে হাজির হয়েছে তারা। এরমধ্যে Ola Roadster বাইক নিয়ে উচ্ছাস সবচেয়ে বেশি।
শক্তিশালী লুক এবং ডিজাইন সহ Ola Roadster বাইকটি বাজারে এসেছে। ভারতে তো বটেই বাইরের দেশেও বাইকটির রপ্তানি করবে Ola। বাইক প্রেমীদের সন্তুষ্ট করেছে Ola এর নতুন মডার্ন Roadster বাইকের ডিজাইন। সম্প্রতি বাইকটি নিয়ে একগুচ্ছ তথ্য সামনে এসেছে। চলুন দেখে নেওয়া যাক কী কী জানা যাচ্ছে।
রাস্তার ব্যবহারের জন্য ডিজাইন করা হয়েছে রোডস্টার গাড়িটিকে। এখানে ছোট উইন্ডস্ক্রিন সহ LED স্ট্রিপ হেডল্যাম্প দেখতে পাবেন। জ্বালানী ট্যাঙ্ক এলাকার উভয় পাশে বডি এক্সটেনশন ফ্র্যাঙ্ক থাকছে। রোডস্টারের লুক আপনি পছন্দ করতে বাধ্য। ডিজাইন সহ স্টিয়ারিংটি স্টকের ঠিক পরেই শুরু হয়ে যায়।
মেশিন অ্যালুমিনিয়াম দ্বারা তৈরি হওয়ার কারণে বেশ হালকা হয়। এখানে আপনি সামনে USD ফর্ক সেটআপ দ্বারা সাসপেন্সন দেখতে পাবেন। আর পিছনে মনোশক মাউন্ট থাকবে। 17 ইঞ্চির চাকা থাকবে গাড়িতে। শক্তিশালী ব্যাটারি প্যাক থাকার কারণে Ola বাইকটি এক বার সম্পূর্ণ চার্জে 228 কিলোমিটার পর্যন্ত চলতে সক্ষম নতুন Ola বাইকটি।
বড় স্ক্রিন, ডিজিটাল স্পিডোমিটার, জিপিএস, নেভিগেশন, মোবাইল কানেক্টিভিটি, ইনভার্টেড ফর্ক, সিঙ্গেল রিয়ার সাসপেনশন, ডিস্ক ব্রেক, অ্যান্টি থেফট অ্যালার্ম, এলইডি লাইট, কম্বি ব্রেকিং সিস্টেম এবং আরও বেশ কিছু গুরুত্বপূর্ন ফিচারস পেয়ে যাবেন।
উল্লেখ্য বড় লিথিয়াম আয়ন ব্যাটারি প্যাক থাকার কারণে শক্তিশালী রেঞ্জ সমেত দারুণ পারফরম্যান্সও পেয়ে যাবেন। বাইকটিতে 140 kmph এর টপ স্পীড দেখতে পেয়ে যাবেন। খবর অনুযায়ী আগামী বছর 2024 সালের শেষ দিকে বাজারে আসতে পারে Ola বাইকটি।