ইলেক্ট্রিক স্কুটারের রমরমা বেশ বেড়েছে দেশজুড়ে। বেশ কম দামেই কিনতে পারেন বিভিন্ন ই-স্কুটার। যদিও মোটামুটি মান সম্পন্ন স্কুটারের দাম অনেকটাই বেশি। কিন্তু আপনি যদি ইলেক্ট্রিক স্কুটার কেনার কথা ভাবছেন তাহলে Okinawa দারুণ ইলেকট্রিক স্কুটার নিয়ে এসেছে আপনার জন্য। চলুন দেখা যাক কী কী সুবিধা পাবেন আপনি।
এর আগেও ইলেক্ট্রিক স্কুটার লঞ্চ করেছে সংস্থাটি। কিন্তু এবার একেবারে ব্র্যান্ড নিউ লুকে Okinawa Okhi-R30 গাড়িটি লঞ্চ করেছে তারা। আগের অন্যান্য স্কুটারের ওপর বড় মাপের আপগ্রেড করেই তৈরি করা হয়েছে নতুন ই-স্কুটারটিকে। নতুন ব্যাটারি প্যাকের সাথে দারুণ শক্তি নিয়ে হাজির হয়েছে Okinawa Okhi-R30।
মাইলেজ এবং ইঞ্জিন : Okinawa Okhi-R30 60 কিমি পর্যন্ত ছুটতে পারে একবার চার্জে। সর্বাধিক 25 কিমি প্রতি ঘন্টা গতিবেগ রয়েছে স্কুটারের। মোট 250Watt এর মোটরের সাথে বাজারে আসে গাড়িটি।
ফিচারস : এপ্রোন-মাউন্টেড হেডলাইট এবং একটি গ্লস-ব্ল্যাক ফিনিশ সহ আসে Okinawa Okhi-R30। ডিজিটাল স্পিডোমিটার সহ অ্যান্টি থেফট অ্যালার্ম, জিপিএস নেভিগেশন এবং ব্লুটুথ কানেক্টিভিটি ইত্যাদি।
ব্যাটারি : 1.34kWh এর ব্যাটারি পাওয়া যায় এখানে। যা আপনি রিমুভ করতে পারেন। অর্থাৎ দূর যাত্রার প্রয়োজনে রাস্তার মাঝে চার্জ ফুরিয়ে গেলে চার্জড ব্যাটারি যোগ করে আবার চলতে পারেন। পাঁচ ঘন্টায় সেটি সম্পূর্ন চার্জ ও হয়ে যায়। এবং ব্যাটারিতে তিন বছরের ওয়ারেন্টিও পেয়ে যাচ্ছেন আপনি।
দাম : 150 কেজি পর্যন্ত ওজন পরিবহনে সক্ষম এই স্কুটারটি মোট পাঁচটি কালার অপশনের সাথে আসে। বাজারে এই ই-স্কুটারের এক্স শোরুম দাম শুরু হচ্ছে 61,534 টাকা থেকে।