TRENDS
Advertisement

এক চার্জেই ছুটবে কলকাতা To দীঘা! Ola-র অহংকার চূর্ন করতে সস্তায় লঞ্চ হল দুটি তুখোড় ই-স্কুটার

Lectrix গাড়িটি LXS G2.0 এবং LXS G3.0, এই দুই ভার্সনে লঞ্চ হয়েছে। বাজারে সেটির দামও রয়েছে সাধ্যের মধ্যেই। মাত্র 1 লাখেই লঞ্চ হয়েছে গাড়িটি।

Published By: Ritwik | Published On:

ইলেকট্রিক স্কুটারের বাজারে এমনিতেই বড় প্রতিযোগীতা চলছে। SAR গ্রুপের Lectrix EV দুটি গাড়ি লঞ্চ করেছে। Lectrix গাড়িটি LXS G2.0 এবং LXS G3.0, এই দুই ভার্সনে লঞ্চ হয়েছে। বাজারে সেটির দামও রয়েছে সাধ্যের মধ্যেই। মাত্র 1 লাখেই লঞ্চ হয়েছে গাড়িটি। একগুচ্ছ ফিচারসের সাথে এসেছে এই ইলেক্ট্রিক স্কুটার।

Advertisements
Whatsapp-color Created with Sketch. 🚗 গাড়ি-বাইকের খবর পেতে জয়েন করুন 👉🏻
✅ এখনই যোগ দিন
এক চার্জেই ছুটবে কলকাতা To দীঘা! Ola-র অহংকার চূর্ন করতে সস্তায় লঞ্চ হল দুটি তুখোড় ই-স্কুটার
source : et

Lectrix গাড়িতে 36টি সেফটি ফিচার্স, 24টি স্মার্ট ফিচার্স এবং 14টি কম্ফোর্ট ফিচার্স উপস্থিত রয়েছে। LXS G2.0 গাড়িতে 2.3kWh ব্যাটারিপ্যাক রয়েছে এবং LXS G3.0 গাড়িতে 3kWh এর ব্যাটারিপ্যাক রয়েছে। উভয়ক্ষেত্রেই গাড়ির রেঞ্জ থাকবে 100 কিমির বেশী। আগামী 16 আগস্ট থেকে বুকিং শুরু হতে চলেছে।

লঞ্চের দিন একগুচ্ছ অফার থাকছে lectrix গাড়িতে। বেশ শক্তিশালী চ্যাসিস রয়েছে সেখানে। মোট 2.6 লক্ষ কিমির ক্রিটিক্যাল টেস্টিং করা হয়েছে। এছাড়া সেখানে ইন্টিগ্রেটেড নেভিগেশন সিস্টেম এবং ভয়েস অ্যাসিস্ট্যান্ট রয়েছে। সময়ের সাথে সাথে সেখানে OTA আপডেটও মিলবে। গ্রাহকদের আরামদায়ক অভিজ্ঞতার জন্য বিশেষভাবে ডিজাইন করা হয়েছে স্কুটারটি।

Lectrix স্কুটারে রয়েছে অটো-ইন্ডিকেটর্স, স্মার্ট ইগনিশন, হেলমেট ওয়ার্নিং, ভেহিকল ডায়াগনস্টিক্স, রাইড স্ট্যাটিস্টিক্স এবং মোবাইল অ্যাপের মাধ্যমে রিমোট সিট অপারেটিং, অ্যান্টি থেফ্ট মেকানিজ়ম, ফাইন্ড মাই ভেহিকল, ইমার্জেন্সি SOS বাটনস, হেলমেট ওয়ার্নিং সহ আরও অনেক কিছু। নতুন ফিচারগুলি বর্তমান জেনারেশনের জন্য খুবই উপযোগী হয়ে উঠবে।

About Author