সম্প্রতি দুটি বাইকের আপডেটেট ভার্সন লঞ্চ করল Jawa Yezdi মোটরসাইকেল। দিন কয়েক আগেই লঞ্চ হয়েছে Jawa 42 এবং Yezdi Roadster। এই বাইকদুটি মূলত তাদের লুক এবং পারফরম্যান্সের জন্যই বিশেষ বিখ্যাত। যে কারণে ক্রুজার অ্যাডভেঞ্চার বাইকের বাজারে ভালো চাহিদা রয়েছে এদের। আর এবার গ্রাহকদের থেকে পাওয়া ফিডব্যাকের কথা মাথায় রেখে এর আপডেটেট ভার্সন লঞ্চ করল সংস্থা।
কী কী বদল হয়েছে Jawa 42-তে : বাইকটির নতুন সংস্করণে যোগ হয়েছে ডুয়াল টোন কালার, পেয়ে যাবেন নতুন ডিজাইনের সিট, শর্ট হ্যাং ফেন্ডার। পাশাপাশি আপনি এতে পেয়ে যাবেন নতুন ডিজাইনের ফুয়েল ট্যাংক, ডায়মন্ড কাট অ্যালয় হুইল এবং নতুন ইন্ডিকেটর। এবং বাইকের এক্সহস্টের কাছে ব্ল্যাক আউট ফিনিশ দেওয়া হয়েছে নতুন সংস্করণটিতে।
কালারের কথা বললে Jawa 42 এবার থেকে 4টি রংয়ে পাওয়া যাবে। কসমিক রক, ইনফিনিটি ব্ল্যাক, স্টারশিপ ব্লু এবং সেলেস্টিয়াল কপারের অপশন পাবেন বাইকটিতে। তবে এই বাইকের ইঞ্জিনে সেরকম কোনও বদল আনেনি সংস্থা। এতে পেয়ে যাবেন 294 সিসি সিঙ্গেল সিলিন্ডার লিকুইড কুল্ড ইঞ্জিন যা সর্বোচ্চ 27 হর্সপাওয়ার শক্তি জেনারেট করতে সক্ষম। সাথে আপনি পেয়ে যাবেন 6 স্পিড গিয়ারবক্স। দামের কথা বললে, বাইকটির নতুন সংস্করণটির বর্তমান বাজার দর প্রায় 1.98 লাখ টাকা। বাইকটির পুরনো সংস্করণের দাম ছিল প্রায় 1.89 লাখ টাকা (এক্স-শোরুম)।
Yezdi Roadster-এ কী কী বদল এসেছে : সূত্রের খবর, Yezdi Roadster বাইকটিতে বেশকিছু বদল আনা হয়েছে। এতে দেওয়া হয়েছে নতুন ফুট পেগ, লম্বা হ্যান্ডেলবার, মাউন্টেড মিরর। এতেও কেবল গ্রাফিক্স বদলানো হয়েছে, ইঞ্জিনে কোনো বদল আনেনি সংস্থা। কালারের কথা বললে, আপনি রাশ হাওয়ার রেড, ফরেস্ট গ্রিন, শ্যাডো গ্রে এবং লুনার হোয়াইটের মত চারটি অপশন পেয়ে যাবেন। ইঞ্জিনের কথা বললে এতে পেয়ে যাবেন 334 সিসি লিকুইড কুল্ড যা থেকে সর্বাধিক 29 হর্সপাওয়ার এবং 28.9 এনএম টর্ক জেনারেট করতে সক্ষম। পাশাপাশি পেয়ে যাবেন 6 স্পিড গিয়ারবক্স। বাইকটির নতুন সংস্করণটির বর্তমান বাজার দর প্রায় 2.06 লাখ টাকা (এক্স-শোরুম)। এর আগের সংস্করণটির দাম ছিল 2.06 লাখ টাকা (এক্স-শোরুম)।