TRENDS
Advertisement

তেল ভরার ঝামেলা নেই! এক চার্জে ছুটবে 150 কিমি, মাত্র 5,000 টাকায় বাড়ি নিয়ে আসুন এই দুর্ধর্ষ ই-বাইক

ভারতের বাজারে ইলেক্ট্রিক গাড়ির চাহিদা দিন প্রতিদিন বেড়েই চলেছে। এক্ষেত্রে মানুষের প্রথম পছন্দ অধিক রেঞ্জের বাইক। আর তেমনই একটি বাইক এসে গেল ভারতের বাজারে। যা একবার চার্জ দিলেই ছুটবে 150…

Published By: Ritwik | Published On:

ভারতের বাজারে ইলেক্ট্রিক গাড়ির চাহিদা দিন প্রতিদিন বেড়েই চলেছে। এক্ষেত্রে মানুষের প্রথম পছন্দ অধিক রেঞ্জের বাইক। আর তেমনই একটি বাইক এসে গেল ভারতের বাজারে। যা একবার চার্জ দিলেই ছুটবে 150 কিমি। দুর্দান্ত বৈদ্যুতিক বাইকটি লঞ্চ করেছে Hop Oxo। খুবই কম দামে কিনে নিতে পারেন সেটিকে।তেল ভরার ঝামেলা নেই! এক চার্জে ছুটবে 150 কিমি, মাত্র 5,000 টাকায় বাড়ি নিয়ে আসুন এই দুর্ধর্ষ ই-বাইক

Advertisements
Whatsapp-color Created with Sketch. 🚗 গাড়ি-বাইকের খবর পেতে জয়েন করুন 👉🏻
✅ এখনই যোগ দিন

3.75 Kwh ব্যাটারি প্যাক আপনাকে 150 কিমি রেঞ্জ দেয়। 16 A সকেট দিয়ে মাত্র চার ঘন্টার মধ্যেই শুন্য থেকে 80% চার্জ হয়ে যায়। 5 ইঞ্চি এলসিডি ইন্সট্রুমেন্ট কনসোল আপনাকে বিভিন্ন ক্ষেত্রে বেশ সাহায্য করবে। সাথে একটি শক্তিশালী মোটর থাকার কারণে ভালো গতিও রয়েছে সেখানে।তেল ভরার ঝামেলা নেই! এক চার্জে ছুটবে 150 কিমি, মাত্র 5,000 টাকায় বাড়ি নিয়ে আসুন এই দুর্ধর্ষ ই-বাইক

6300 W মোটরের সাহায্যে সর্বোচ্চ 95 kmph এর টপ স্পীড পেয়ে যাবেন আপনি। শক্তিশালী মোটরটি মাত্র 4 সেকেন্ডেই 0-40 kmph গতিতে পৌঁছে দেয়। এখানে আপনি নেভিগেশন, স্পিড কন্ট্রোল, জিও ফেন্সিং, অ্যান্টি-থেফট সিস্টেম এবং রাইড স্ট্যাটিস্টিক্সের মতো ফিচারস পেয়ে যাচ্ছেন। বাজারে Hop Oxo বাইকটি লড়াই করবে Oben Rorr, Tork Kratos এবং Revolt RV 400 এর সাথে।তেল ভরার ঝামেলা নেই! এক চার্জে ছুটবে 150 কিমি, মাত্র 5,000 টাকায় বাড়ি নিয়ে আসুন এই দুর্ধর্ষ ই-বাইক

Hop Oxo বাইকটি বাজারে পাওয়া যাচ্ছে1.65 লক্ষ টাকার বিনিময়ে। যদিও গাড়িটির টপ ভেরিয়েন্টটির দাম 1.80 লক্ষ টাকা। কিন্তু আপনি মাত্র 17,000 টাকা দিয়েই কিনতে পারেন। মাত্র 9.7% সুদের হারে নিতে পারেন। তিন বছরের জন্য প্রতিমাসে 4,954 টাকা কিস্তি দিতে হবে। কিস্তি নিয়ে বিশদে জানার জন্য আপনাকে নিকটবর্তী ডিলারশিপে যেতে হবে।

About Author