SP 125 এর নতুন ভার্সন বাজারে এনেছে হোন্ডা মোটরস। একদম স্পোর্টি লুকের সাথে সাথে একগুচ্ছ স্মার্ট ফিচারস রয়েছে বাইকটিতে। পুরনো বাইকের সাথে একাধিক পরিবর্তন দেখতে পাবেন আপনি। নতুন SP 125 এর সাথে পুরনো বাইকটির বেশ পার্থক্য রয়েছে। এখানে ডিজাইন ল্যাঙ্গুয়েজ পরিবর্তন করার সাথে সাথে BS 6 সিরিজের ইঞ্জিন সমেত গাড়িটি লঞ্চ করেছে Honda।
দেখে নিন SP 125 এর সমস্ত ফিচারস :
ইঞ্জিন : নতুন Honda SP 125 এ 124 সিসির সিঙ্গল সিলিন্ডার এয়ার কুল ইঞ্জিন রয়েছে। ইঞ্জিনটি মোট 10.7 bhp শক্তি এবং 10.9nm টর্ক জেনারেট করতে সক্ষম। ইঞ্জিনে সাইলেন্ট স্টার্টের জন্য ACG স্টার্টার মোটর এবং 5-স্পীড গিয়ারবক্স রয়েছে।
মাইলেজ : নতুন Honda SP 125-এ ARAI সার্টিফায়েড মাইলেজ 65.00 Kmpl।
ফিচারস : সম্পূর্ণ নতুন ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, 100 মিমি চওড়া পিছনের টায়ার, LED হেডলাইট, কম্বি ব্রেক সিস্টেম, ইন্টিগ্রেটেড পাস লাইট সুইচ, অ্যালয় হুইল দেখতে পাবেন। ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টারে আপনি দূরত্ব, গড় মাইলেজ, রিয়েল-টাইম মাইলেজ, ইকো ইন্ডিকেটর, গিয়ার পজিশন ইন্ডিকেটর, সার্ভিস ডিউ ইন্ডিকেটর ইত্যাদি তথ্য পেয়ে যাবেন
দাম : বাজারে মোট 2টি ভেরিয়েন্ট এবং 5টি রঙের সাথে উপলব্ধ SP 125। ডিস্ক ব্রেকের সাথে টপ ভেরিয়েন্টটির এক্স-শোরুম দাম রাখা হয়েছে 89,131 টাকা।