TRENDS
Advertisement

পুজোতে বাজার কাঁপাবে Honda Hornet 2.0 এবং CB300F! দেখুন দুই বাইকের মধ্যে ফিচার্স ও দামে কি পার্থক্য আছে

দিন কয়েক আগেই লঞ্চ হয়েছে Honda Hornt 2.0 এবং Honda CB300F’র নতুন মডেল। জেনে নিন বাইক দুটির দাম, ফিচার্স এবং স্পেশিফিকেশন।

Published By: Ritwik | Published On:

গত মাসেই সম্পূর্ণ নতুন অবতারে বাজারে এসেছে Honda Hornet 2.0। বাইকের লুক থেকে শুরু ফিচার্স সবেতেই আনা হয়েছে বদল। এছাড়াও Honda CB300F বাইকটিকেও আপডেট করেছে সংস্থাটি। পুজোর আগে এমন দু দুটো বাইকের অপশন পেয়ে স্বাভাবিকভাবেই খুশির সপ্তম শিখরে পৌঁছে গেছে গ্রাহকরা।

Advertisements
Whatsapp-color Created with Sketch. 🚗 গাড়ি-বাইকের খবর পেতে জয়েন করুন 👉🏻
✅ এখনই যোগ দিন

Honda Hornet এর ফিচার্স এবং স্পেশিফিকেশনের কথা বললে, এতে যোগ হয়েছে OBD-2 মানদন্ড অনুযায়ী ইঞ্জিন এবং স্লিপার ক্লাচ। সর্বোচ্চ 17.3 হর্সপাওয়ার এবং 15.9 নিউটন টর্ক তৈরি করতে পারে এমন শক্তিশালী ইঞ্জিন দেওয়া হয়েছে এই বাইকে। এতে রয়েছে 184 সিসি সিঙ্গেল সিলিন্ডার। এছাড়াও আপনি এতে পেয়ে যাবেন LED লাইটিং। ওজনের কথা বললে, আগের বাইকের সাথে এর বিশেষ কোনো পার্থক্য নেই। দুই চাকাতেই রয়েছে ডিস্ক ব্রেক, অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম এবং ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার।

Honda Hornet 2.0 দাম : দামের কথা বললে ভারতীয় বাজারে এই গাড়ির দাম প্রায় 1.39 লক্ষ টাকা (এক্স শোরুম)। মাইলেজের কথা বললে হন্ডা হর্নেট 2.0 প্রতি লিটারে 57 কিলোমিটার ছুটতে পারে।

পুজোতে বাজার কাঁপাবে Honda Hornet 2.0 এবং CB300F! দেখুন দুই বাইকের মধ্যে ফিচার্স ও দামে কি পার্থক্য আছে

অন্যদিকে Honda CB300F এর কথা বললে এতে আপনি পেয়ে যাবেন 293 সিসি সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন যা সর্বোচ্চ 24 হর্সপাওয়ার শক্তি উৎপন্ন করতে সক্ষম। এতে পেয়ে যাবেন সম্পূর্ণ LED লাইটিং। সামনের এবং পেছনের দুই চাকাতেই থাকবে ডিস্ক ব্রেক এবং ডুয়াল চ্যানেল অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম। অন্যান্য ফিচার্সের কথা বললে আপনি এতে পাবেন, ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার যেখানে স্পিডোমিটার, ওডোমিটার, টেকোমিটার ইত্যাদি তথ্য দেখা যাবে। এছাড়াও স্মার্টফোন ভয়েস কন্ট্রোল সিস্টেমও পাওয়া যাবে।

পুজোতে বাজার কাঁপাবে Honda Hornet 2.0 এবং CB300F! দেখুন দুই বাইকের মধ্যে ফিচার্স ও দামে কি পার্থক্য আছে

Honda CB300F দাম : ভারতীয় বাজারে এই বাইকটির দাম রাখা হয়েছে 1.70 লাখ টাকা (এক্স-শোরুম)। যেখানে আগের মডেলটিতে এর দাম ছিল 2.26 লাখ থেকে 2.29 লাখ টাকা (এক্স-শোরুম)। পাশাপাশি মাইলেজের কথা বললে, সিবি300F প্রতি লিটারে 30 কিলোমিটার ছুটতে পারে।

About Author