TRENDS
Advertisement

Yamaha, Suzuki-এর দিন শেষ! কম দামে দুর্দান্ত ফিচার্সের সাথে কিনুন Honda Dio 125, লুক দেখেই ফিদা হয়ে যাবেন

স্কুটারের বাজারে বড় চমক এনেছে হোন্ডা মোটরস। আগে থেকে কিছুটা ইঙ্গিত পাওয়া গেছিল বটে কিন্ত এবার নতুন 125 সিসির Dio লঞ্চ করে চমক দিল তারা। প্রথমে 110 সিসির পর এবার…

Published By: Ritwik | Published On:

স্কুটারের বাজারে বড় চমক এনেছে হোন্ডা মোটরস। আগে থেকে কিছুটা ইঙ্গিত পাওয়া গেছিল বটে কিন্ত এবার নতুন 125 সিসির Dio লঞ্চ করে চমক দিল তারা। প্রথমে 110 সিসির পর এবার 125 সিসি সেগমেন্টেও বাজারে এল একদম নতুন Dio। বৃহস্পতিবারই গাড়িটি লঞ্চ হয়েছে বাজারে। তাই আপনিও যদি স্কুটার কেনার কথা ভাবছেন তাহলে দেখতে পারেন হোন্ডার নতুন Dio।Yamaha, Suzuki-এর দিন শেষ! কম দামে দুর্দান্ত ফিচার্সের সাথে কিনুন Honda Dio 125, লুক দেখেই ফিদা হয়ে যাবেন

Advertisements
Whatsapp-color Created with Sketch. 🚗 গাড়ি-বাইকের খবর পেতে জয়েন করুন 👉🏻
✅ এখনই যোগ দিন

Honda Dio 125 স্কুটারটি বাজারে তার ইন হাউস প্রতিদ্বন্দ্বী অ্যাক্টিভা 125 এবং গ্রাজিয়া 125 এর ইঞ্জিন ব্যবহার করে। যদিও সেটি কত ক্ষমতা তৈরি করতে পারে সেই নিয়ে এখনো কিছু জানা যায়নি। তবে Activa (125) এবং Grazia (125) 8.19bhp এবং 10.4Nm টর্কের সাথে আসে। এখানেও অবশ্য আপনি হোন্ডার অটোমেটিক চোক এবং স্টার্ট-স্টপ সিস্টেমের সুবিধা পেয়ে যাবেন।Yamaha, Suzuki-এর দিন শেষ! কম দামে দুর্দান্ত ফিচার্সের সাথে কিনুন Honda Dio 125, লুক দেখেই ফিদা হয়ে যাবেন

নতুন Honda Dio বাজারে বেশ কিছু উন্নত ফিচারের সাথে এসেছে। নয়া স্পোর্টি লুকের এই স্কুটারের ওপর 3 বছরের ওয়ারেন্টি দিচ্ছে Honda। আপনি চাইলে সেটিকে 10 বছর অবধি বাড়াতে পারেন। Activa এর মতো এখানেও H-Smart ফিচার যোগ করা হয়েছে। সাথে এখানে রয়েছে ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার এবং LED হেডল্যাম্প।Yamaha, Suzuki-এর দিন শেষ! কম দামে দুর্দান্ত ফিচার্সের সাথে কিনুন Honda Dio 125, লুক দেখেই ফিদা হয়ে যাবেন

Dio 125 স্কুটারের স্ট্যান্ডার্ড ভ্যারিয়েন্টের দাম নির্ধারণ রয়েছে 83,400 টাকা। যদিও আপনি যদি নয়া Smart Varient নিতে চান তাহলে 91,300 টাকা খরচ করতে হবে। বিভিন্ন ভ্যারিয়েন্টের ক্ষেত্রে দাম অবশ্য ভিন্ন ভিন্ন। এই স্কুটারে অ্যালয় হুইলের সাথে সাথে সামনে ডিস্ক ব্রেক এবং পিছনে ড্রাম ব্রেক লাগানো রয়েছে। বাজারে এটি হোন্ডারই Activa এবং Grazia এর সাথে Suzuki Avani, Yamaha Ray Zr এর সাথে প্রতিযোগিতায় নামবে।

About Author