Read In
Whatsapp
Bike News

লঞ্চ হয়ে গেল নতুন Hero Mavrick, 2 লাখেরও কম দামেই মিলছে শক্তিশালী 440 সিসির ইঞ্জিন!

আর লো বাজেট সেগমেন্টে আটকে থাকতে চাইছেনা Hero Motocorp। তার প্রমাণ নতুন Mavrick। একেবারে 440 সিসির নতুন বাইক এনে রীতিমত চমকে দিয়েছে কোম্পানি। বাইকটির প্রথম প্রদর্শন হয় সেই জানুয়ারি মাসে, গত 23 জানুয়ারি Xtreme 125R এর সাথে একইসঙ্গে দেখা যায় এই বাইককে। এবার বাইকটি অফিশিয়ালি লঞ্চ হয়ে গেল। সামনে এল দাম এবং সমস্ত তথ্য। চলুন তাই জানাই আপনাদের। Hero Mavrick 440 2 Jpg

গত জানুয়ারি মাসেই Hero Motocorp জানিয়ে দেয় যে তারা বাইকটির দাম ঘোষণা করবে আগামী ফেব্রুয়ারি মাস নাগাদ। আর সেরকম ভাবেই ভ্যালেনটাইন্স ডে’র মতো বিশেষ দিনটাকেই বেছে নেয় কোম্পানি। বাইকটির দাম শুরু হচ্ছে মাত্র 1.99 লক্ষ টাকা থেকে। এটির মিড ভ্যারিয়েন্টের দাম পড়বে 2.14 লাখ টাকা এবং টপ মডেলের জন্য 2.24 লাখ টাকা দিতে হবে।

ইতিমধ্যেই Hero Mavrick 440 বাইকের বুকিং শুরু হয়েছে। কোম্পানির তরফে জানিয়ে দেওয়া হয়েছে যে, 5000 টাকা টোকেন মূল্যের বিনিময়ে বাইকটি বুক করা সম্ভব। এছাড়া Hero জানিয়ে দিয়েছে যে, আগামী 15 মার্চের আগে বাইকটি বুক করলে মিলবে 10,000 টাকা মূল্যের মার্চেন্ডাইস এবং অ্যাক্সেসরিজ। জানিয়ে দিই যে, ডেলিভারী পেতে এখনো কিছুটা দেরী হবে। আগামী 15 এপ্রিল বাইকটি হতে পাবেন গ্রাহকরা।

Hero Mavrick 440 6 1068x748
source : gaadiwaadi.com

যে দামে Hero Mavrick 440 বাইকটি লঞ্চ হয়েছে সেটি চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে Royal Enfield এর Bullet (1.74 – 2.16 লাখ টাকা) এবং Classic (1.93 – 2.25 লাখ টাকা) এর দিকে। এছাড়া নতুন Honda CB 350 এবং Jawa 350 এর সাথেও লড়াই চলবে বাজার দখলের জন্য। Hero-র বাইকটি আবার Harley Davidson X440 এর সাথেও প্রতিযোগিতায় নামবে। এই বাইকের দাম রয়েছে 2.40-2.80 লাখ টাকা।

Back to top button