TRENDS
Advertisement

এক চার্জে ছুটবে ১৪০ কিমি, Ola, Ather-দের চিন্তা বাড়াতে লঞ্চ হল এই দুর্ধর্ষ ই-স্কুটার! হচ্ছে হুড়হুড়িয়ে বুকিং

টু-হুইলারের বাজারে আজকাল ইলেকট্রিক স্কুটারগুলির চাহিদা বেশ বেড়েছে। আর এই সেগমেন্টের শক্তিশালী স্কুটারগুলির মধ্যে একটি হল ই-স্প্রিন্টো আমেরি (e-sprinto amery)। স্কুটারটি সর্বোচ্চ 65kmph গতিতে ছুটতে পারে। শুধু তাই না, একইসাথে…

Published By: Ritwik | Published On:

টু-হুইলারের বাজারে আজকাল ইলেকট্রিক স্কুটারগুলির চাহিদা বেশ বেড়েছে। আর এই সেগমেন্টের শক্তিশালী স্কুটারগুলির মধ্যে একটি হল ই-স্প্রিন্টো আমেরি (e-sprinto amery)। স্কুটারটি সর্বোচ্চ 65kmph গতিতে ছুটতে পারে। শুধু তাই না, একইসাথে মসৃণ রাস্তা এবং খানা-খন্দে ভর্ত্তি খারাপ রাস্তা, উভয় ক্ষেত্রেই দারুণ কাজ করে।

Advertisements
Whatsapp-color Created with Sketch. 🚗 গাড়ি-বাইকের খবর পেতে জয়েন করুন 👉🏻
✅ এখনই যোগ দিন

এক চার্জে ছুটবে ১৪০ কিমি, Ola, Ather-দের চিন্তা বাড়াতে লঞ্চ হল এই দুর্ধর্ষ ই-স্কুটার! হচ্ছে হুড়হুড়িয়ে বুকিং

একবার সম্পূর্ণ চার্জ হলে গাড়িটি 140 কিলোমিটার পর্যন্ত ছুটতে পারে। সেখানে রয়েছে শক্তিশালী 60V এবং 50AH ব্যাটারি প্যাক যা চার্জ হতে সময় নেয় মাত্র 4 ঘণ্টা। স্কুটারে লাগানো রয়েছে 2500W এর BLDC হাব মোটর। শক্তিশালী এই মোটরটি E-Sprinto Amery-কে 3.3hp শক্তি জোগায়। তারফলে মাত্র 6 সেকেন্ডেই গাড়িটি শুন্য থেকে 40 কিমি প্রতি ঘন্টা গতিবেগে পৌঁছে যায়।

উল্লেখ্য যে, স্কুটারের 200 মিলিমিটারের গ্রাউন্ড ক্লিয়ারেন্স থাকার কারণে চালকেরও বেশ উন্নত অভিজ্ঞতা আসে। আর গাড়িটির কার্ব ওয়েট 98 কেজি হওয়ায় সহজেই নিয়ন্ত্রণ কইরা যায় সেটিকে। এত ফিচারের কারণে বাজারে আসা মাত্রই ব্যপকহারেবিক্রী হয়েছে। মাত্র কয়েকদিনেই 1000 এরও বেশি বুকিং এসেছে। যার মধ্যে সবচেয়ে বেশি বুকিং এসেছে হায়দ্রাবাদ এবং ব্যাঙ্গালোর থেকে।এক চার্জে ছুটবে ১৪০ কিমি, Ola, Ather-দের চিন্তা বাড়াতে লঞ্চ হল এই দুর্ধর্ষ ই-স্কুটার! হচ্ছে হুড়হুড়িয়ে বুকিং

স্টাইলিশ এবং পাওয়ারফুল হওয়ার কারণে মানুষের বেশ পছন্দ হয়েছে ই-স্কুটারটি। তিনটি রঙে ( ব্লিসফুল হোয়াইট, স্ট্রং ম্যাট ব্ল্যাক এবং হাই স্পিরিট ইয়েলো) উপলব্ধ। নিরাপত্তার জন্য অ্যান্টি থেফট অ্যালার্ম, রিমোট কন্ট্রোল লক সহ ফান্ড মাই ভেহিকল অ্যাপের মতো ফিচারস রয়েছে। এবং সেইসাথে সামনের চাকায় ডিস্ক ব্রেক এবং পেছনের চাকায় ড্রাম ব্রেক পেয়ে যাচ্ছেন। বাজারে গাড়িটির দাম শুরু হচ্ছে 1.30 লক্ষ টাকা থেকে।

About Author