TRENDS
Advertisement

ফুল চার্জে মাইলেজ দেবে 150 কিলোমিটার, Decathlon-র ই-সাইকেলের কাছে পাত্তা পাবেনা বাইক-স্কুটার

হিরো এবং টাটাকে চমকে দিয়ে মাত্র এত কম দামেই দুর্দান্ত ই-সাইকেল লঞ্চ করল এই কোম্পানি

Published By: Ritwik | Published On:

ফরাসি স্পোর্টস অ্যাপারেল কোম্পানি Decathlon সম্প্রতি নিজেদের নতুন একটি ইলেক্ট্রিক সাইকেলের নিয়ে হাজির হয়েছে। এর আগে সাইকেল বিক্রি করেছে তারা, কিন্তু এবার তার সাথে সাথে বেশ কিছু সংখ্যক ই-সাইকেলে নিয়েও হাজির হয়েছে Decathlon। তাদের নতুন এই ই-সাইকেল হার মানাবে বহু নামীদামী মোটরবাইককেও।ফুল চার্জে মাইলেজ দেবে 150 কিলোমিটার, Decathlon-র ই-সাইকেলের কাছে পাত্তা পাবেনা বাইক-স্কুটার

Advertisements
Whatsapp-color Created with Sketch. 🚗 গাড়ি-বাইকের খবর পেতে জয়েন করুন 👉🏻
✅ এখনই যোগ দিন

ইলেকট্রিক সাইকেলের বাজারে সাড়া জাগাচ্ছে একাধিক সংস্থা। তবে Decathlon অন্য মাত্রায় রয়েছে, তারা বাজারে নতুন এবং আধুনিক আর শক্তিশালী ইলেক্ট্রিক সাইকেল নিয়ে হাজির হয়েছে। এর আগেও বেশ কয়েকটি ইলেকট্রিক সাইকেল নিয়ে এসেছে, কিন্তু আজ যে দু চাকাটির কথা বলতে চলেছি তা আর পাঁচটা ই-সাইকেলের থেকে অনেকটাই আলাদা। চলুন জানা যাক সেই নিয়ে। ফুল চার্জে মাইলেজ দেবে 150 কিলোমিটার, Decathlon-র ই-সাইকেলের কাছে পাত্তা পাবেনা বাইক-স্কুটার

এই ই-সাইকেলের নাম Decathlon B’Twin LD 920 E। বলতে গেলে আপনি এখানে সাইকেল এবং বাইক, উভয়ের সুবিধা পেয়ে যাবেন। অর্থাৎ সকাল সকাল এই সাইকেল নিয়ে বেরিয়ে পড়তে পারেন স্বাস্থ্যের কথা ভেবে। আবার ফেরার সময় সেখানে উপস্থিত ব্যাটারি চালিত মোটর আপনাকে ফিরিয়ে নিয়ে আসবে।

আপাতত এই সাইকেলটি দুটি ভ্যারিয়েন্টে আসে, মিডিয়াম এবং লার্জ। নিজেদের ইচ্ছেমত সাইজে চড়তে পারেন আপনি। সাইক্লিংয়ের ক্ষেত্রে ইকো, স্ট্যান্ডার্ড এবং বুস্ট এই তিনটি মোড পাওয়া যায়। সাথে সেখানে LCD ডিসপ্লেও রয়েছে। যেখানে আপনি সাইকেলের গতি, ব্যাটারি লেভেল, দূরত্ব ইত্যাদি সমস্ত কিছুর সুবিধা পাবেন। এছাড়া অটোমেটিক গিয়ারবক্স ড্রাইভের সুবিধাও পাবেন আপনি।

Decathlon এর B’Twin সাইকেলকে শক্তি জোগানোর জন্য রয়েছে শক্তিশালী 250 ওয়াটের ডুয়াল মোটর সিস্টেম। আর সাইকেলে উপস্থিত 702 ওয়াট ব্যাটারি প্যাক আপনাকে মোট 150 কিমির দূর্দান্ত মাইলেজ দেয়! এছাড়া বাইকে একটি বেশ মজবুত লাগেজ র‌্যাকও লাগিয়ে নিতে পারবেন, সেটি মোট 27 কেজি ওজন বহন করতে সক্ষম। ফুল চার্জে মাইলেজ দেবে 150 কিলোমিটার, Decathlon-র ই-সাইকেলের কাছে পাত্তা পাবেনা বাইক-স্কুটার

150 কিমি রেঞ্জের বাইকটি চার্জ হতে সময় নেয় 6 ঘণ্টা। 2 বছর অথবা 500 চার্জিংয়ের ওয়ারেন্টি থাকে ব্যাটারি প্যাকের ওপর। আপাতত 2999 ইউরো অথবা 3300 মার্কিন ডলারের বিনিময়ে সাইকেলটি কিনতে পারেন। একইসাথে ডিক্যাথলনলনের অনলাইন শপ থেকেও কিনতে পারবেন এই ইলেকট্রিক সাইকেল।

About Author