ধীরে ধীরে বদলাচ্ছে ভারতের বাজার। একটা সময় কমিউটার বাইকই ছিল প্রথম পছন্দ, কিন্তু বর্তমানে বদলেছে সেই বাজার। পশ্চিমা দেশগুলোর মতো না হলেও ভারতের বাজার কিছুটা হলেও বিস্তৃত হয়েছে বিভিন্ন ক্ষেত্রে। রেসিং বাইকের জনপ্রিয়তা অবশ্য খুব কম সময়ের মধ্যেই বেড়েছে বেশ খানিকটা। তবে সব বড়দের জন্য লঞ্চ হলেও সদ্যই ছোটদের জন্যও রেসিং বাইক এসেছে বাজারে।
এদিকে শীঘ্রই ভারতে আয়োজিত হবে দেশের প্রথম MotoGP। নয়ডার বুদ্ধ ইন্টারন্যাশনাল সার্কিটে অনুষ্ঠিত হব বাইক রেসিং। ভবিষ্যতে এই ফিল্ডে নিজেদের কেরিয়ার বানানোর জন্য এই বাইক বেশ কাজে লাগবে। সেই বাজারকে লক্ষ্য করেই ভারতের বাজারে লঞ্চ হয়ে হয়ে Kids Atom GP1। CRA Motorsports বাইকটি নিয়ে এসেছে বাজারে।
বাচ্চাদের বাইক হলেও দামে মোটেই সস্তা নয় সেটি। ১০ থেকে ১৭ বছর বয়সী বাচ্চাদের জন্য বাইকটি এনেছে Atom GP1। আর তার দাম রাখা হয়েছে ২.৭৫ লক্ষ টাকা। সাথে আপনাকে GST ও দিতে হবে। বিগত ৩ বছর ধরে বাইকটির পিছনে কাজ করছে Atom সংস্থাটি। ২০২০ সালে প্রথম প্রোটোটাইপ নিয়ে আসে তারা। দেশের একাধিক রয়েছে পরীক্ষা নিরীক্ষাও চালানো হয় সেই নিয়ে।
বাচ্চাদের জন্য তৈরি বাইক ভেবে মোটেই ফেলনা ভাববেন না যেন। কারণ এই বাইকে রয়েছে ১৫৯ সিসির সিঙ্গেল সিলিন্ডার টু ভালভ ইঞ্জিন। গাড়িটি ১৫ হর্সপাওয়ার এবং ১৩.৮৫ নিউটন মিটার টর্ক তৈরি করতে সক্ষম। 5 স্পিড গিয়ারবক্সের সাথে আপসাইড ডাউন ফ্রন্ট ফর্ক (USD) এবং রিয়ার মনোশ বেশ সাহায্য করবে। দুই চাকাতেই ডিস্ক ব্রেক দেওয়া হয়েছে।
উল্লেখ্য যে প্রাথমিক পর্যায়ে প্রতি বছর Atom GP1 রেসিং বাইকের ২৫০টি ইউনিট তৈরি করবে সংস্থা। এছাড়া বাইকটি শুধুমাত্র রেসিং সর্কিটে চালানোর জন্য তৈরি করেছে সংস্থাটি।