TRENDS
Advertisement

বাজারে ঝড় তুলতে আসছে Kawasaki Ninja 650, লঞ্চের আগেই ফাঁস দাম ও ফিচার্স

ভারতে আসছে কাওয়াসাকির নতুন নিঞ্জা বাইক, থাকছে এত ফিচারস

Published By: Ritwik | Published On:

সদ্যই বাজারে এসেছে নতুন Kawasaki বাইক। ভারতের বাজার নিয়ে জাপানিজ সংস্থাটি যে বেশ উৎসাহী তাই নিয়ে কোনো সন্দেহ নেই। দেশের বাজারকে গুরুত্ব দিয়ে নতুন বাইক লঞ্চ করতে চলেছে Kawasaki। আগামী সময়ে Kawasaki এর বিখ্যাত Ninja 650 বাইকটি লঞ্চ করতে চলেছে তারা। বাজারে ঝড় তুলতে আসছে Kawasaki Ninja 650, লঞ্চের আগেই ফাঁস দাম ও ফিচার্স

Advertisements
Whatsapp-color Created with Sketch. 🚗 গাড়ি-বাইকের খবর পেতে জয়েন করুন 👉🏻
✅ এখনই যোগ দিন

Kawasaki India Ninja 650 গাড়িটি বাজারে নিয়ে আসছে। আর এই গাড়িটির এক্স শোরুম দাম থাকবে 7.16 লক্ষ টাকা। আগের বছর অর্থাৎ 2023 মডেলটি 7.12 লক্ষ টাকায় বিক্রি করেছিল তারা। নতুন বাইকে দাম কিছুটা বাড়িয়েছে সংস্থাটি। অবশ্য শুধু দামই নয়, সেই সাথে কিছু ফিচারসও নিয়ে এসেছে তারা। যদিও 2024 সালের নতুন মডেলে অবশ্য বড় কিছু পরিবর্তন হচ্ছেনা।বাজারে ঝড় তুলতে আসছে Kawasaki Ninja 650, লঞ্চের আগেই ফাঁস দাম ও ফিচার্স

Ninja 2022 মডেলের স্টাইল এবং স্পেসিফিকেশন বজায় রাখে তারা। গাড়িটির সামনের দিকে একটি টুইন-পড হেডলাইট, ফুল-ফেয়ারিং ডিজাইন, পেশীবহুল জ্বালানী ট্যাঙ্ক, স্টেপ-আপ সিট এবং আন্ডারবেলি এক্সজস্ট একই রয়েছে। এছাড়া আগের বছরের মতো বাইকের সমস্ত আলোতেই রয়েছে LED লাইট, সাথে ব্লুটুথ কানেকটেড কালারফুল TFT ডিসপ্লে, ডুয়াল-চ্যানেল ABS এবং ট্র্যাকশন কন্ট্রোলের মত ফিচারস।বাজারে ঝড় তুলতে আসছে Kawasaki Ninja 650, লঞ্চের আগেই ফাঁস দাম ও ফিচার্স

Ninja 2024 বাইকে 649 সিসির প্যারালাল টুইন লিকুইড-কুলড ইঞ্জিন থাকবে। সেটি 8,000rpm-এ 67.3bhp এবং 6,700rpm-এ 64Nm টর্ক সরবরাহ করে। উল্লেখযোগ্যভাবে, নতুন মোটরসাইকেলটি BSVI সিরিজের নির্দেশানুযায়ী লেটেস্ট নির্গমন নিয়ম এবং E20 জ্বালানির প্রয়োজনীয়তা মেনে চলে। ট্রেলিস ফ্রেম, টেলিস্কোপিক ফ্রন্ট ফর্কস, পিছনে মনোশক, টুইন ফ্রন্ট ডিস্ক সহ আসে গাড়িটি।

About Author