ভারত তথা গোটা বিশ্ব এখন আইসিসি বিশ্বকাপ নিয়ে ব্যস্ত। ইতিমধ্যেই 8 ম্যাচের 8 টিতেই জিতে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে টিম ইন্ডিয়া। সেই খুশিতে গোটা দেশ এখন মাতোয়ারা। সেই খুশি উদযাপন করতে মহেন্দ্র সিং ধোনিও ঘরে নিয়ে এলেন নয়া বাইক। এমনিতেই ধোনির বাইকপ্রেমের কথা কারোরই অজানা নয়, ভিন্টেজ হার্লে-ডেভিডসন থেকে রোডস্টার বাইক সবই তার গ্যারাজের শোভাবর্ধন করছে।
আর এবার ক্যাপ্টেন কুল নিয়ে এলেন কাস্টমাইজ করা Jawa 42 Bobber। এই আদ্যপান্ত একটি ক্রুজার বাইক। সূত্রের খবর, এই নয়া ক্রুজার বাইকটির দাম প্রায় 2.25 লক্ষ টাকা (এক্স শোরুম)। সিঙ্গল সিটার এই Jawa 42 Bobber বাইকটির বটেল গ্রিন রংয়ের পেইন্ট স্কিম তার লুকে বেশ নতুনত্ব এনেছে। পাশাপাশি হেডলাইটে রয়েছে হলুদ টোন। তবে সবচেয়ে আকর্ষণীয় হল বাইকের হ্যান্ডেলবার।
মিডিয়া বলছে, এই বাইকটির হ্যান্ডেলবারটিও নাকি নিজের মনের মত করে কাস্টমাইজ করেছেন মহেন্দ্র সিং ধোনি। অন্যান্য ফিচার্সের কথা বললে এতে রয়েছে 334 সিসি সিঙ্গেল সিলিন্ডার লিকুইড কুল্ড যা সর্বোচ্চ 29.5 হর্সপাওয়ার এবং 32.74 এনএম টর্ক তৈরি করতে পারে সঙ্গে রয়েছে 6 স্পিড গিয়ারবক্স। এছাড়াও এতে রয়েছে 35 মিলিমিটার টেলিস্কপিক ফ্রন্ট ফর্ক এবং গ্যাস ফিল মনোশক সাসপেনশন।
মোটরবাইকটির সামনের ও পেছনের উভয় চাকাতেই পেয়ে যাবেন ডিস্ক ব্রেক এবং ডুয়াল চ্যানেল অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম। সবে মিলিয়ে ধোনির এই নয়া বাইক সত্যিই বেশ নজরকাড়া। প্রসঙ্গত উল্লেখ্য, কিছুদিন আগেই সোশ্যাল একটি ভিডিও বেশ ভাইরাল হয়েছিল। যেখানে ধোনির মোটরবাইকের কালেকশন দেখানো হয়েছিল। আর সেই কালেকশন দেখে কার্যত অবাক হয়ে যান ভক্তরা। ইয়ামাহা থেকে কাওয়াসাকি__তার দোতলার গ্যারাজে কী নেই! দেশ বিদেশের নামিদামী সমস্ত ব্র্যান্ডই মজুত তার কাছে।