![](https://autoscoop.in/wp-content/uploads/2023/08/BSA-Gold-Star2.jpg)
ভারতে প্রিমিয়াম ক্রুজ বাইক ক্যাটেগরিতে সবচেয়ে বেশি বাইক বিক্রি করে Royal Enfield। ক্রুজার, অ্যাডভেঞ্চার ক্যাটেগরিতেই সবচেয়ে বেশি বাইক বিক্রি করে তারা। এরপর চেকোস্লোভাকিয়ার Jawa কোম্পানিও এই সেগমেন্ট ভালই বিক্রি করে। Royal Enfield এবং Jawa এর বাজার দখল করতে Harley Davidson এবং Triumph তাদের নতুন বাইক লঞ্চ করেছে। এবার Mahindra এই বাজার দখল করতে নতুন বাইক লঞ্চ করতে চলেছে। চলুন দেখে নেওয়া যাক কেমন হতে চলেছে সেই বাইক।
এমনিতে মাহিন্দ্রার গাড়ি অর্থাৎ চারচাকা গুলোর বাজারে বেশ বড় মাপের চাহিদা রয়েছে। Scorpio-N থেকে Thar, এসমস্ত গাড়ি কেনার জন্য আপনাকে দীর্ঘ প্রতীক্ষা করতে হবে। এবার বাইকের বাজারেও নিজেদের পরিসর বাড়িয়ে তুলতে সক্রিয় মাহিন্দ্রা। বাইকের বাজারে বেশ জোরেসোরে প্রবেশ করেছে সংস্থাটি। Royal Enfield এবং Jawa কে টেক্কা দিয়ে নতুন ক্রুজার বাইক নিয়ে আসার ঘোষণা করেছে Mahindra।
Mahindra এবার তাদের BSA Gold Star বাইক নিয়ে আসছে বাজারে। এখানে উল্লেখ্য যে, UK তে দেদার বিক্রি হয় BSA Gold Star বাইকটি। তবে এতদিন ভারতের বাজারে খুব একটা দেখা যায়নি এই ক্রুজার বাইক। কিন্তু মার্কেট ধরার জন্য শীঘ্রই BSA Gold Star 650 নিয়ে আসতে পারে মাহিন্দ্রা। দেখে নিন কী কী ফিচারস থাকছে বাইকে।
ইঞ্জিন : Mahindra BSA Gold Star 650 বাইকে 652 সিসির চার ভালভের শক্তিশালী ইঞ্জিন থাকছে। মোট 44 bhp শক্তি এবং 55 Nm পিক টর্ক উৎপন্ন করতে সক্ষম গাড়িটির ইঞ্জিন। 5 গতির গিয়ারবক্সের সুবিধাও রয়েছে বাইকটিতে।
দাম : রেট্রো স্টাইলের এই ক্রুজার বাইকের দামও সাধ্যের মধ্যেই থাকবে। Mahindra BSA Gold Star 650 এর এক্স শোরুম দাম শুরু হচ্ছে 3.5 লক্ষ টাকা থেকে 6 লক্ষ টাকার মধ্যে। কিন্তু অফিশিয়াল কোনো বয়ান না আসায় সেই সম্বন্ধে নিশ্চিৎ কিছু বলা সম্ভব হচ্ছেনা। আপাতত পাওয়া খবর অনুযায়ী Royal Enfield Interceptor 650 বাইকের থেকে কিছুটা বেশি দাম হতে পারে এই বাইকের।