Read In
Whatsapp
Bike News

শক্তিশালী ইঞ্জিন ও জম্পেশ ফিচার্স নিয়ে আসছে নতুন KTM 390 Duke, দাম কত দেখে নিন

সম্প্রতি ভারতের বাজারে এসেছে নতুন Duke। অ্যালুমিনিয়াম সাব-ফ্রেম এবং ট্রেলিস ফ্রেম সহ সম্পূর্ণ নতুন প্ল্যাটফর্মে 390 Duke এবং 250 Duke লঞ্চ হয়েছে। সামনেই উৎসবের মরশুম সারাদেশে। আর তার আগেই এই বাইকগুলো বড় বাজার ধরতে পারে। KTM তাদের Duke লাইনআপের অধীনে 390 Duke ছাড়াও 125 Duke, 250 Duke লঞ্চ করেছে KTM।

LC4c ইঞ্জিনের সাথে দুর্দান্ত শক্তি এবং কর্মক্ষমতার সাথে আসে বাইকগুলো।পারফরম্যান্সের ক্ষেত্রেও নতুন 390 ডিউক বড় 399 সিসির ওয়ান-সিলিন্ডার, লিকুইড-কুলড ইঞ্জিনের সাথে আসে। যা মোট 45.3 bhp এবং 39 Nm টর্ক তৈরি করে। ছয়-গতির গিয়ারবক্স সহ বাইকটিতে স্লিপার ক্লাচ এবং কুইকশিফটারও পাবেন আপনি।

390 Duke

KTM 390 ডিউকে আগের থেকে অনেক বেশি Rider Aid পাবেন আপনি। যার মধ্যে রয়েছে লঞ্চ কন্ট্রোল, রাইড মোড (Road, Rain এবং Track), এবং সমস্ত প্যারামিটার নিরীক্ষণের জন্য একটি পাঁচ ইঞ্চির TFT ডিজিটাল ইন্সট্রুমেন্টাল ক্লাস্টার। নতুন 390 Duke বাইকে স্মার্টফোন কানেকশন, টার্ন-বাই-টার্ন নেভিগেশন, এবং ফোনকল এবং মিউজিক কন্ট্রোলের মতো অন্যান্য ফিচারসও পাবেন আপনি।

390 Adventure

স্ট্রিট-ফাইটার বাইকটি পাউডার-কোটেড স্টিলের ট্রেলিস ফ্রেমের ওপর তৈরি করা হয়েছে। সামনে এবং পিছনে ডিস্ক-ব্রেক সহ ডুয়াল-চ্যানেল কর্নারিং এবং সুপারমোটো ABS পাবেন আপনি। 390 Duke এর এক্স-শোরুম দাম 3,10,520 টাকা। এখানে জানিয়ে রাখি যে, নতুন KTM 390 Duke বাইকটি আগের ভার্সনের থেকে 13,000 টাকা বেশি দামী। বাইকটি বাজারে প্রতিদ্বন্দ্বিতা করবে BMW G310R, আসন্ন Yamaha R3 এবং Aprilia RS 457।

Back to top button