TRENDS
Advertisement

OLA Roadster: মার্কেটে রাজ করতে নতুন ই-বাইক নিয়ে এলো Ola, এক চার্জে দৌড়াবে 220 KM

Ola এর নতুন বাইক লঞ্চ হচ্ছে শীঘ্রই ধারেভারে পাত্তা পাবেনা KTM ও

Published By: Ritwik | Published On:

ভারতের বাজারে বড় পরিবর্তন এসেছে। জ্বালানি গাড়ি ছেড়ে মানুষ আজ বিভিন্ন ধরনের বৈদ্যুতিক যানবাহনের দিকে বেশী ঝুঁকেছে।এক্ষেত্রে বিভিন্ন ভারতীয় কোম্পানি টেক্কা দিচ্ছে বিশ্বের বড় বড় জায়ান্টকে। Ola ইলেক্ট্রিক বর্তমানে স্কুটারেরে বাজারে নম্বর ওয়ান হওয়ার পর বাইকের বাজারেও বেশ আলোড়ন ফেলে দিয়েছে। OLA ই-বাইক গুলো নিয়ে আজ ভারতে তো বটেই, সারাবিশ্বেই চর্চা চলছে। OLA Roadster: মার্কেটে রাজ করতে নতুন ই-বাইক নিয়ে এলো Ola, এক চার্জে দৌড়াবে 220 KM

Advertisements
Whatsapp-color Created with Sketch. 🚗 গাড়ি-বাইকের খবর পেতে জয়েন করুন 👉🏻
✅ এখনই যোগ দিন

কোম্পানি শীঘ্রই একাধিক ইভি বাইক লঞ্চ করতে চলেছে বাজারে। আগামী 2024 সালের অক্টোবর মাসের দিকে শক্তিশালী EV বাইক OLA Roadster লঞ্চ করবে। রিপোর্ট অনুযায়ী একবার সম্পূর্ণ চার্জে বাইকটি 220 কিলোমিটার ছুটবে। আকর্ষণীয় ডিজাইন, ড্যাশিং ফ্রন্ট লাইট ছাড়াও আরামদায়ক সিটের সাথে বাইকটি আসতে চলেছে।

OLA Roadster: মার্কেটে রাজ করতে নতুন ই-বাইক নিয়ে এলো Ola, এক চার্জে দৌড়াবে 220 KM

OLA রোডস্টার বাইকটি KTM 125 Duke, Yezdi Roadster, Hop Electric OXO এবং PURE EV Etryst-350-এর মতো শক্তিশালী মোটরসাইকেলের সাথে প্রতিযোগিতা করবে। বাইকটির প্রারম্ভিক এক্স-শোরুম মূল্য 1.50 লক্ষ টাকার আশেপাশে। স্টাইলিশ বাইকটি শুধুমাত্র একটি ভেরিয়েন্ট এবং একটি কালার অপশনের সাথে আসবে। ফিউচারিস্টিক বাইকগুলো যুব-প্রজন্মের চাহিদার কথা মাথায় রেখে ডিজাইন করা হয়েছে।

OLA Roadster: মার্কেটে রাজ করতে নতুন ই-বাইক নিয়ে এলো Ola, এক চার্জে দৌড়াবে 220 KM

OLA রোডস্টার সর্বোচ্চ 130 কিলোমিটার গতিতে ছুটতে সক্ষম। ওলার বাইকে ব্লুটুথ কানেক্টিভিটি এবং ওয়াই-ফাই ফিছারস পাওয়া যায়। সুরক্ষার জন্য বাইকটির সামনে এবং পিছনে উভয় দিকেই ডিস্ক ব্রেক রয়েছে। ডিজিটাল স্পিডোমিটার সহ এলইডি লাইট এবং অটো-ডিমিং মিরর দেওয়া হয়েছে। মনোশক সাসপেনশন সহ মিড মাউন্টেড মোটর দেওয়া হবে বাইকে। বাইকটি হাই-পাওয়ার জেনারেট করতে সক্ষম। শেষ রিপোর্ট অনুযায়ী লঞ্চের চার মাসের মধ্যেই ই-বাইকের প্রি-বুকিং শুরু হবে।

About Author