TRENDS
Advertisement

কম খরচে পুষ্টিকর খাদ্য! রইল ৮০ হাজার টাকার কমে সেরা ৫টি মোটরসাইকেল

একদিকে যেমন জ্বালানির দাম বাড়ছে তেমনই হু হু করে বেড়ে চলেছে মোটরসাইকেলের দাম-ও। এমতাবস্থায় কম খরচে সাশ্রয়ী মোটরসাইকেলের সন্ধানে আছে দেশের মধ্যবিত্ত মানুষরা। আর তাদের জন্যেই আমাদের এই প্রতিবেদন। কম…

Published By: Ritwik | Published On:

একদিকে যেমন জ্বালানির দাম বাড়ছে তেমনই হু হু করে বেড়ে চলেছে মোটরসাইকেলের দাম-ও। এমতাবস্থায় কম খরচে সাশ্রয়ী মোটরসাইকেলের সন্ধানে আছে দেশের মধ্যবিত্ত মানুষরা। আর তাদের জন্যেই আমাদের এই প্রতিবেদন। কম বাজেটের মধ্যে স্টাইলিশ লুক এবং তার সাথে ভালো মাইলেজ-ও দেবে এমনই ৫ টি বাইকের খোঁজ দেব আমরা।

Advertisements
Whatsapp-color Created with Sketch. 🚗 গাড়ি-বাইকের খবর পেতে জয়েন করুন 👉🏻
✅ এখনই যোগ দিন

১. Honda Shine : কম দামের মধ্যে ভালো মোটরসাইকেলের কথা বললে প্রথমেই নাম আসবে হন্ডা কোম্পানির। দীর্ঘদিন ধরে কম টাকায় ভালো বাইক বিক্রি করে আসছেন তারা। হন্ডা সাইন বাইকে আপনি পেয়ে যাবেন ১২৩.৯৪ সিসির ইঞ্জিন, ৫ স্পিড গিয়ারবক্স। দাম ৭৮,০০৩ টাকা থেকে শুরু।

২.Bajaj CT 125X : কম দামের মধ্যে একটু রেট্রো ধাঁচের মোটরসাইকেল চাই? তাহলে বাজাজের এই বাইকটি আপনার পছন্দের তালিকায় রাখতে পারেন। এতে রয়েছে ১২৪.৪ সিসি ইঞ্জিন, ১১ লিটার ফুয়েল ট্যাঙ্ক। দাম শুরু ৭৩,৬০১ টাকা থেকে।

৩. Hero Splendor Plus : এই বাইকটিও বাজারে একইরকম জনপ্রিয়। এতে রয়েছে ৯৭.২ সিসির ইঞ্জিন, ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি ৯.৮ লিটার। দাম ৭৩,০৫৯ টাকা(এক্স-শোরুম)।

৪. TVS Star City Plus : ১০৯.৭ সিসির এই বাইকের মাইলেজ ৬৮ কিলোমিটার প্রতি লিটার। ওজনও বেশ হালকা। এতে রয়েছে ৪ স্পিড গিয়ারবক্স। দাম শুরু হচ্ছে ৭৪,২৩৭ টাকা থেকে।

৫. Hero Passion Pro : একটু স্টাইলিশ, স্পোর্টি লুকের বাইক চাইলে এটি দেখতে পারেন। গাড়িটিতে রয়েছে ১১৪.২ সিসির ইঞ্জিন, টিউবলেস টায়ার, ৪ স্পিড গিয়ারবক্স। প্রারম্ভিক দাম মাত্র ৭৫,৬৭৮ টাকা।

About Author