TRENDS
Advertisement

Kawasaki Ninja থাকবে প্রতিটি ঘরেই, বছর ফুরানোর আগে বিরাট ডিসকাউন্ট দিল কোম্পানি

Kawasaki বাইক অবশেষে সস্তা হতে চলেছে। ভারতে তাদের Ninja সিরিজ বিপুল জনপ্রিয়। Ninja সিরিজের অধীনে একাধিক বাইক বিক্রি করে কোম্পানি। আর আজ ওরা আপনাদের বহুল বিক্রী হওয়া Ninja 400 সম্পর্কে…

Published By: Ritwik | Published On:

Kawasaki বাইক অবশেষে সস্তা হতে চলেছে। ভারতে তাদের Ninja সিরিজ বিপুল জনপ্রিয়। Ninja সিরিজের অধীনে একাধিক বাইক বিক্রি করে কোম্পানি। আর আজ ওরা আপনাদের বহুল বিক্রী হওয়া Ninja 400 সম্পর্কে বলতে চলেছি। বাইকটি এক ধাক্কায় 35,000 টাকা সস্তা হয়েছে। Kawasaki Ninja থাকবে প্রতিটি ঘরেই, বছর ফুরানোর আগে বিরাট ডিসকাউন্ট দিল কোম্পানি

Advertisements
Whatsapp-color Created with Sketch. 🚗 গাড়ি-বাইকের খবর পেতে জয়েন করুন 👉🏻
✅ এখনই যোগ দিন

Kawasaki নিজেদের বাজার বাড়াতে বড় ছাড়ের ঘোষণা করেছে। নতুন বাইক কেনার জন্য গুড টাইমস ভাউচার এর অধীনে মোটা অংকের ছাড় দিচ্ছে। স্টক থাকা অবধি ছাড়ের সুবিধা মিলবে। Ninja 400 ছাড়াও এই ছাড়ের সুবিধা রয়েছে Ninja 650 এবং Versys 650 এর ওপর।

Kawasaki Ninja থাকবে প্রতিটি ঘরেই, বছর ফুরানোর আগে বিরাট ডিসকাউন্ট দিল কোম্পানি

Ninja 400 বাইকে 35000 টাকার ছাড় মিললেও Ninja 650 বাইকে ছাড়ের অংক 30 হাজার টাকা। এছাড়া Versys 650 বাইকেও ছাড় পাওয়া যাবে। সেখানে মোট 20 হাজার টাকা ছাড় দিচ্ছে Kawasaki। বছরের শেষে নিজেদের স্টক খালি করতে এই সিদ্ধান্ত নিয়েছে কোম্পানি।

Kawasaki Ninja থাকবে প্রতিটি ঘরেই, বছর ফুরানোর আগে বিরাট ডিসকাউন্ট দিল কোম্পানি

উল্লেখ্য যে, Ninja 400 বাইকে রয়েছে 399 সিসির লিকুইড কুল টুইন সিলিন্ডার ইঞ্জিন যা 44.8 hp শক্তি এবং 37 Nm টর্ক উৎপন্ন করে। বাইকটির এক্স শোরুম দাম 5.24 লক্ষ টাকা। Ninja 650 এবং Versys 650 তে রয়েছে 649 সিসি টুইন সিলিন্ডার ইঞ্জিন। এই ইঞ্জিন দুটি 66 hp শক্তি 61 Nm টর্ক এবং 67 hp শক্তি 64 Nm টর্ক উৎপন্ন করতে সক্ষম। বাইকদুটির এক্স শোরুম দাম শুরু হচ্ছে 7.16 লক্ষ টাকা থেকে এবং 7.77 লক্ষ টাকা থেকে।

About Author