TRENDS
Advertisement

Kawasaki দিচ্ছে দারুণ অফার, বর্ষশেষে আরো সস্তা হয়ে গেল সুপারবাইক

Kawasaki এর বাইক এবার আরো সস্তায়। 2024 শুরুর আগে 2023 এর শেষলগ্নে বাম্পার ডিসকাউন্ট দিয়েছে জাপানি কোম্পানি। একাধিক মডেলে বেশ অনেকখানি দাম কমিয়েছে তারা। কিছুদিন আগেই W175 এর স্ট্রিট এডিশনও…

Published By: Ritwik | Published On:

Kawasaki এর বাইক এবার আরো সস্তায়। 2024 শুরুর আগে 2023 এর শেষলগ্নে বাম্পার ডিসকাউন্ট দিয়েছে জাপানি কোম্পানি। একাধিক মডেলে বেশ অনেকখানি দাম কমিয়েছে তারা। কিছুদিন আগেই W175 এর স্ট্রিট এডিশনও লঞ্চ করেছে Kawasaki। তাহলে চলুন দেখে নেওয়া যাক কোন মডেলে কত ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে। আপনার পছন্দের কোনটা তাও কমেন্ট করে জানাতে ভুলবেন না আমাদের।

Advertisements
Whatsapp-color Created with Sketch. 🚗 গাড়ি-বাইকের খবর পেতে জয়েন করুন 👉🏻
✅ এখনই যোগ দিন

Kawasaki দিচ্ছে দারুণ অফার, বর্ষশেষে আরো সস্তা হয়ে গেল সুপারবাইক

Kawasaki তাদের W175 মডেলের দাম কমিয়েছে 25 হাজার টাকা। যেখানে বাইকটির এক্স শোরুম দাম শুরু হয় 1.47 লক্ষ টাকা থেকে এবার সেই বাইকের দাম কমবে 25000 টাকা। স্ট্যান্ডার্ড W175 মিলবে 1.22 লাখ থেকে 1.31 লাখের মধ্যে। অন্যদিকে স্ট্রিট এডিশনের দাম শুরু হচ্ছে 1.35 লক্ষ টাকা থেকে।

Kawasaki W175 ছাড়া Ninja 400, Vulcan S এবং Versys 650-এও ডিসকাউন্ট থাকছে। তবে এই বাইকগুলোর দাম কমেনি বরং সেগুলোতে ফেস্টিভ অফার হিসেবে ছাড়ের ঘোষণা করেছে Kawasaki।

Kawasaki Versys 650 : Kawasaki দিচ্ছে দারুণ অফার, বর্ষশেষে আরো সস্তা হয়ে গেল সুপারবাইকঅ্যাডভেঞ্চার বাইকটির এক্স শোরুম দাম শুরু হয় 7.77 লাখ টাকা থেকে। ডিসেম্বর মাসে এই বাইক কিনলে আপনি 20,000 টাকা ছাড় পেয়ে যাচ্ছেন।

Kawasaki Ninja 650 : Kawasaki দিচ্ছে দারুণ অফার, বর্ষশেষে আরো সস্তা হয়ে গেল সুপারবাইকKawasaki Ninja সুপারস্পোর্ট বাইক। এই বাইকের দাম শুরু হচ্ছে 7.16 লাখ টাকা থেকে। কিন্তু নতুন ফেস্টিভ অফারে আপনি এই বাইকে 35,000 টাকা ছাড় পাবেন।

Kawasaki Ninja 400 : Kawasaki দিচ্ছে দারুণ অফার, বর্ষশেষে আরো সস্তা হয়ে গেল সুপারবাইক Ninja 650 এর মতো একই বাইক Ninja 400। তবে গাড়িতে 400 সিসির ইঞ্জিন রয়েছে। Ninja 400 বাইকের দাম শুরু হচ্ছে 5.24 লাখ টাকা থেকে। মোট 35,000 টাকার ছাড় মিলবে বাইকটির ওপর।

Kawasaki Vulcan S :

Kawasaki দিচ্ছে দারুণ অফার, বর্ষশেষে আরো সস্তা হয়ে গেল সুপারবাইক

Vulcan S আসলে Kawasaki এর ত্রুজার বাইক। আর এই বাইকেই ছাড়ের অংক সর্বোচ্চ। Vulcan S এর এক্স শোরুম দাম 7.10 লাখ টাকা। ডিসেম্বর অফার অনুযায়ী বাইকে ছাড় মিলবে 60,000 টাকার।

About Author