TRENDS
Advertisement

Hero Splendor Electric : তেল নয় এবার বিদ্যুতেই ছুটবে নতুন Splendor, মাত্র এই খরচেই আপনার বাইক যাবে বদলে

ভারত সহ সারাবিশ্বেই বৈদ্যুতিক গাড়ির চল বেড়েছে। ভবিষ্যতের কথা মাথায় রেখে অনেকেই বৈদ্যুতিক গাড়ির দিকে বেশি ঝুঁকছেন। ইতিমধ্যেই ভারত বিশ্বের সবচেয়ে বড় দুই চাকার বাজারে পরিণত হয়েছে। বৈদ্যুতিক দুই চাকার…

Published By: Ritwik | Published On:

ভারত সহ সারাবিশ্বেই বৈদ্যুতিক গাড়ির চল বেড়েছে। ভবিষ্যতের কথা মাথায় রেখে অনেকেই বৈদ্যুতিক গাড়ির দিকে বেশি ঝুঁকছেন। ইতিমধ্যেই ভারত বিশ্বের সবচেয়ে বড় দুই চাকার বাজারে পরিণত হয়েছে। বৈদ্যুতিক দুই চাকার বিক্রিও রেকর্ড ছুঁয়েছে। ভারতে নানান কোম্পানি তাদের দুই চাকা নিয়ে এসেছে। তবে আজ আমরা একটু অন্যরকম কোম্পানির বিষয়ে জানাবো। যারা বৈদ্যুতিক দুই চাকা নয়, জ্বালানি চালিত যানকে পরিণত করে বৈদ্যুতিক গাড়িতে। Hero Splendor Electric

Advertisements
Whatsapp-color Created with Sketch. 🚗 গাড়ি-বাইকের খবর পেতে জয়েন করুন 👉🏻
✅ এখনই যোগ দিন

EV সেক্টরে বড় নামের আওতায় আসছে নতুন GoGOA1। টু-হুইলার ইভির ক্ষেত্রে GoGoA1 কোম্পানির পদ্ধতি আলাদা। বাজারে নতুন বৈদ্যুতিক যানবাহন নিয়ে আসার পরিবর্তে GoGOA1 বাজারে উপস্থিত জ্বালানি যানবাহনকে বৈদ্যুতিক করার দিকে মনোনিবেশ করেছে। প্রোটোটাইপ হিসেবে সম্প্রতি দেখা গিয়েছে Hero Splendor বাইকটির ইলেকট্রিক প্রোটোটাইপকে। সেটি পুণের রাস্তায় পরীক্ষা করতে গিয়ে ধরা পড়েছে। Hero Splendor Electric

পুনেতে যে বৈদ্যুতিক Hero Splendor প্রোটোটাইপ দেখা গিয়েছে সেটি লাল, অস্থায়ী নম্বর প্লেট এবং ব্যাপক ছদ্মবেশে আবৃত রয়েছে। বাইকটির মূল ডিজাইনে কোনো পরিবর্তন না থাকলেও ICE ইঞ্জিনের পরিবর্তে ব্যাটারি চালিত মোটর থাকতে চলেছে। GoGoA1 এক্ষেত্রে পুরানো বাইক নিয়ে এই পরীক্ষণ চালাতে পারে।

Hero Splendor Electric : তেল নয় এবার বিদ্যুতেই ছুটবে নতুন Splendor, মাত্র এই খরচেই আপনার বাইক যাবে বদলে

GoGoA1 বাইকটির প্রোডাক্ট লাইনআপ পরীক্ষা করলে দেখা যাবে যে, বহু Hero MotoCorp এবং Honda টু-হুইলার মডেলের জন্য বাইক তৈরি করছে কোম্পানি। ইতিমধ্যেই Splendor এর জন্য ইলেক্ট্রিক কিট অফার করছে তারা। সেখানে 2 kWh এর ব্যাটারির সাথে আসে এবং বৈদ্যুতিক কিটটির কার্যক্ষমতা 3.94 kW অথবা 5.28 bhp। Splendor ইলেকট্রিক কিটের দাম শুরু হচ্ছে 29 হাজার টাকা থেকে। গ্রাহকরা চাইলে বেশ কিছু অপশনের সাথে কিটটি কিনতে পারেন।

About Author