Read In
Whatsapp
Bike News

বাজারে লঞ্চ হল নতুন Eliminator 500, একই বাজেটে অথবা তার চেয়ে সস্তায় পেয়ে যাবেন এই 6টি দূর্দান্ত অপশন

Cruiser বাইক সেগমেন্টে কিছুদিন আগেই লঞ্চ হয়েছে নতুন Kawasaki Eliminator 500। দারুণ ফিচারস এবং শক্তিশালী ইঞ্জিন সমেত বাইকটির এক্স শোরুম দাম 5.62 লক্ষ টাকা। Kawasaki Eliminator 500 বাইককে শক্তি যোগাচ্ছে একটি 451 সিসির ইঞ্জিন। বাইকপ্রেমীদের কাছে একটি দূর্দান্ত অপশন এই বাইক। তবে আপনি যদি এই একই বাজেটে অন্য বাইক কিনতে চান তাহলে কী কী অপশন রয়েছে তাই আজ জানাবো আমরা।

Yamaha R3Yamaha Yzf R3 Right Side View2
আরেক জাপানি অটোমেকারের স্পোর্টস মোটরবাইক Yamaha R3। এই বাইকের প্রারম্ভিক দাম 4.65 লাখ টাকা। সম্প্রতি লঞ্চ হয়েছে R3। বাইকটিকে শক্তি যোগাচ্ছে একটি 321 সিসির 2-সিলিন্ডার, লিকুইড-কুলড ইঞ্জিন। 6-স্পীড গিয়ারবক্সের সাথে উপলব্ধ এটি।

Benelli Leoncino 500 20201001015007 Honda Hness Cb350 Vs Royal Enfield Classic 350 Vs Jawa Forty Two Vs Benelli Imperiale 400
নতুন Benelli Leoncino 500 বাইকটিতে রয়েছে 500 cc-র লিকুইড কুল প্যারালাল-টুইন ইঞ্জিন। এই ইঞ্জিন সর্বোচ্চ 46 bhp শক্তি এবং 46 Nm পিক টর্ক উৎপন্ন করে। এই ইঞ্জিনটি যুক্ত রয়েছে একটি 6-স্পীড গিয়ারবক্সের সাথে। Benelli Leoncino 500
বাইকের এক্স শোরুম দাম শুরু হচ্ছে প্রারম্ভিক মূল্য 4.59 লক্ষ টাকা থেকে।

Yamaha MT-03 Yamaha Mt 15 Right Side View0
ইয়ামাহা MT-03 হল একটি ন্যাকেড স্পোর্ট মোটরসাইকেল। কাওয়াসাকি এলিমিনেটর 500 এর বাজেটের মধ্যেই রয়েছে MT-03। Yamaha R3 এর মতো একই ইঞ্জিন এবং ফিচারস রয়েছে এই বাইকে। MT-03 বাইকের এক্স শোরুম দাম পড়বে 4.60 লক্ষ টাকা।

Kawasaki Ninja 400 Kawasaki Ninja 500 1699442632744 1699442645415
Kawasaki-র বাইক যদি কিনতেই হয় এবং এক্ষেত্রে আপনার ক্রুজার বাইকের বদলে স্পোর্টস বাইক বেশি পছন্দের তাহলে দারুণ অপশন হতে পারে Ninja 400। এই মোটরসাইকেলের এক্স শোরুম দাম শুরু হচ্ছে 5.24 লক্ষ টাকা থেকে। Ninja 400 বাইকে রয়েছে 399 সিসি প্যারালাল টুইন, লিকুইড-কুলড ইঞ্জিন।

Aprilia RS 457 2aprilia Rs 457
সদ্যই লঞ্চ হয়েছে Aprilia র নতুন বাইক। কিছুটা হলেও বাজারে পরিবর্তন এসেছে RS 457 আসার পর। নতুন RS 457 বাইকের এক্স শোরুম দাম 4.1 লক্ষ টাকা। Aprilia বাইকে রয়েছে 457 cc, লিকুইড-কুলড, টুইন-সিলিন্ডার ইঞ্জিন। এই ইঞ্জিন মোট 47bhp শক্তি উৎপন্ন করে।

Back to top button