TRENDS
Advertisement

এখন Suzuki Gixxer কিনতে চাইলে কত খরচ হবে আপনার? কলকাতা সহ বিভিন্ন বড় শহরে দাম কত দেখুন

বিভিন্ন শহরে Gixxer এর Standard এবং Ride Connect মডেলের অন-রোড প্রাইস দেখে নিন

Published By: Ritwik | Published On:

150 সিসি সেগমেন্টে বিখ্যাত Suzuki Gixxer। দাম এবং শক্তি ও বৈশিষ্ট্যের নিরীখে Gixxer অতি প্রিয় একটি বাইক। দাম সাধ্যের মধ্যেই কিন্তু পেয়ে যাবেন ডুয়াল ডিস্ক ব্রেক, ABS এর মতো প্রিমিয়াম ফিচারস। আপনিও যদি এই বাইক কেনার পরিকল্পনা করে থাকেন এবং বাইকের মূল্য জানতে চাইলে নিচে কয়েকটি বড় শহরের অন রোড দাম দেখে নিন। এখন Suzuki Gixxer কিনতে চাইলে কত খরচ হবে আপনার? কলকাতা সহ বিভিন্ন বড় শহরে দাম কত দেখুন

Advertisements
Whatsapp-color Created with Sketch. 🚗 গাড়ি-বাইকের খবর পেতে জয়েন করুন 👉🏻
✅ এখনই যোগ দিন
(দাম কম থেকে বেশীর তালিকা অনুযায়ী নির্মিত)
আহমেদাবাদ : স্ট্যান্ডার্ড মডেল 1.59 লাখ, রাইড কানেক্ট এডিশন 1.69 লাখ
চন্ডীগড় : স্ট্যান্ডার্ড মডেল 1.61 লাখ, রাইড কানেক্ট এডিশন 1.70 লাখ
চেন্নাই : স্ট্যান্ডার্ড মডেল 1.63 লাখ, রাইড কানেক্ট এডিশন 1.70 লাখ
দিল্লি : স্ট্যান্ডার্ড মডেল 1.64 লাখ, রাইড কানেক্ট এডিশন 1.76 লাখ
মুম্বই : স্ট্যান্ডার্ড মডেল 1.65 লাখ, রাইড কানেক্ট এডিশন 1.76 লাখ
কলকাতা : স্ট্যান্ডার্ড মডেল 1.66 লাখ, রাইড কানেক্ট এডিশন 1.74 লাখ
পুনে : স্ট্যান্ডার্ড মডেল 1.67 লাখ, রাইড কানেক্ট এডিশন 1.75 লাখ
হায়দরাবাদ : স্ট্যান্ডার্ড মডেল 1.68 লাখ, রাইড কানেক্ট এডিশন 1.77 লাখ
বেঙ্গালুরু : স্ট্যান্ডার্ড মডেল 1.87 লাখ , রাইড কানেক্ট এডিশন 1.94 লাখ
এখন Suzuki Gixxer কিনতে চাইলে কত খরচ হবে আপনার? কলকাতা সহ বিভিন্ন বড় শহরে দাম কত দেখুন

উল্লেখ্য, বাইকের এক্স শোরুম দাম পড়বে 1.30 লক্ষ টাকা। সবচেয়ে সস্তা গুজরাটের আহমেদাবাদে এবং সবচেয়ে দামী কর্ণাটকের বেঙ্গালুরুতে। কলকাতায় আপনাকে বাইকটির টপ ভেরিয়েন্টের জন্য 1.74 লক্ষ টাকা খরচ করতে হবে।

About Author