Read In
Whatsapp
Bike News

হোন্ডার নতুন 300 সিসি বাইকের শক্তি অবাক করবে আপনাকে, দাম এবং ফিচারস দেখে নিন

ভারতের বাজারে বড় মার্কেট রয়েছে Honda automobiles এর। নিত্যনতুন স্কুটার এবং বাইক নিয়ে এসে বাজারকে চাঙ্গা করেছে জাপানি কোম্পানিটি। সামনেই আবার উৎসবের মরশুম, তার আগে নতুন বাইকের সম্ভার নিয়ে এসেছে Honda। আর এবার অপেক্ষাকৃত দামী, CB300R এর BS VI Phase 2 বাইক লঞ্চ করেছে কোম্পানি। চলুন বাইকটির সম্পর্কে দেখে নেওয়া যাক।

পাওয়ারট্রেন: Honda CB 300R এ 286.01 সিসির অয়েল-কুলড, 4-স্ট্রোক, ওয়ান-সিলিন্ডার, PGM-Fi ইঞ্জিন রয়েছে। ইঞ্জিনটি সর্বোচ্চ 24.5PS শক্তি এবং 27.6 Nm পিক টর্ক জেনারেট করে। 6-স্পীড গিয়ারবক্সের সাথে যুক্ত থাকবে সেটি। গ্রাহকদের চাহিদা অনুযায়ী তৈরি করা হয়েছে ইঞ্জিনটি।

ফিচারস: বাইকটিতে স্লিপার ক্লাচ, হোন্ডা স্মার্টফোন ভয়েস কন্ট্রোল সিস্টেম (HSVCS), অল-এলইডি লাইটিং সিস্টেম ছাড়াও, স্পিডোমিটার, ওডোমিটার, টেকোমিটার, ফুয়েল গেজ, টুইন ট্রিপ মিটার, গিয়ার পজিশন ইন্ডিকেটরের মতো তথ্য দেখার জন্য একটি ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার দেওয়া হয়েছে।

সুরক্ষা: Honda CB300R বাইকে ইউএসডি ফ্রন্ট ফর্ক এবং পিছনে 5-step adjustable মনোশক সাসপেনশন রয়েছে। ডুয়াল-চ্যানেল অ্যান্টি-লক ব্রেকিং সিস্টেম (ABS) এবং Honda Selectable Torque Control (HSTC) সহ ডুয়াল ডিস্ক ব্রেক রয়েছে CB 300R এ।

দাম: Honda CB 300R বাইকের এক্স শোরুম দাম রয়েছে 2.40 লক্ষ টাকা। Honda Big Wing ডিলারশিপ থেকে কেনা যাবে বাইকটি।

Back to top button