TRENDS
Advertisement

Honda SP160 নাকি Unicorn, কোন গাড়ি কিনবেন? বিভ্রান্ত না হয়ে দেখে নিন কোথায় বেশি ফিচারস রয়েছে

ভাবছেন দুই বাইকের মধ্যে কিনবেন কোনটা, পার্থক্য দেখে নিজেই বিচার করুন

Published By: Ritwik | Published On:

বাজারে 160 সিসি সেগমেন্টে নতুন বাইক নিয়ে এসেছে Honda Motors। নতুন SP 160 তৈরি হয়েছে Unicorn Platform এর ওপরেই। দুই বাইকের মধ্যে রয়েছে একগুচ্ছ মিল। 160 সিসি ইঞ্জিনের সাথে এলেও ফারাক রয়েছে সেখানে। তাহলে কোন বাইকটি নেবেন আপনি? আপনাদের হয়ে উত্তর খোঁজার চেষ্টা করল আমাদের এক্সপার্ট টিম। দেখে নিন দুই বাইকের মধ্যে কে সেরা।Honda SP160 নাকি Unicorn, কোন গাড়ি কিনবেন? বিভ্রান্ত না হয়ে দেখে নিন কোথায় বেশি ফিচারস রয়েছে

Advertisements
Whatsapp-color Created with Sketch. 🚗 গাড়ি-বাইকের খবর পেতে জয়েন করুন 👉🏻
✅ এখনই যোগ দিন

ইঞ্জিনের কথা বললে দুই বাইকেই একই 162.71 cc, 4 স্ট্রোক এয়ার কুলড ইঞ্জিন দিয়েছে Honda। ইঞ্জিনের কর্মক্ষমতা 7500 rpm-এ সর্বোচ্চ 13.27 Bhp শক্তি এবং 5500 rpm-এ 14.58 Nm পিক টর্ক জেনারেট করতে পারে। ফুয়েল ইনজেকশন সিস্টেম সহ 5 গতির গিয়ারবক্সের সাথে আসে দুই বাইক। অর্থাৎ এক্ষেত্রে কোনো ফারাক নেই SP 160 এবং Unicorn এর মধ্যে।

উভয় বাইকেই সামনের দিকে টেলিস্কোপিক ফর্ক এবং পিছনের দিকে অ্যাডজাস্টেবল মনোশক সাসপেনশন রয়েছে। তবে ফুয়েল ট্যাংকে পার্থক্য রয়েছে। যেখানে ইউনিকর্ন গাড়িতে 13-লিটারের ফুয়েল ট্যাংক রয়েছে সেখানে SP160 এ 12-লিটার ফুয়েল স্টোর করতে পারেন আপনি। আবার Unicorn গাড়িতে হ্যালোজেন হেডলাইট থাকলেও SP 160 এ রয়েছে LED হেডলাইট।Honda SP160 নাকি Unicorn, কোন গাড়ি কিনবেন? বিভ্রান্ত না হয়ে দেখে নিন কোথায় বেশি ফিচারস রয়েছে

Unicorn গাড়িতে শুধুমাত্র ফ্রন্ট ডিস্ক ব্রেক থাকলেও SP 160 এ উভয় চাকাতেই সেই সুবিধা রয়েছে। বড় পার্থক্য রয়েছে দুই গাড়ির ইন্সট্রুমেন্ট ক্লাস্টারে। SP 160 এ সম্পূর্ণ ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার থাকলেও ইউনিকর্নে অ্যানালগ দেওয়া হয়েছে। এছাড়া SP 160 গাড়িটিকে বেশি পেশীবহুল এবং শক্তিশালী দেখায়।Honda SP160 নাকি Unicorn, কোন গাড়ি কিনবেন? বিভ্রান্ত না হয়ে দেখে নিন কোথায় বেশি ফিচারস রয়েছে

এবার দুই গাড়ির মধ্যে দামের পার্থক্যও খুব গুরুত্বপূর্ন। কারণ Honda Unicorn-এর এক্স-শোরুম দাম রয়েছে 1,09,800 টাকা, যেখানে SP160 সিঙ্গেল ডিস্ক ভেরিয়েন্টের দাম 1,17,500 টাকা এবং ডাবল ডিস্ক ভেরিয়েন্টের জন্য দিতে হচ্ছে 1,21,900 টাকা (এক্স-শোরুম)। অর্থাৎ Honda Unicorn, SP160 এর থেকে 7,700 সস্তা। তাই আপনি যদি বাজেট কম রেখেও একই পারফরম্যান্স চান তাহলে Unicorn আপনার জন্য সেরা গাড়ি হতে পারে।

About Author