Read In
Whatsapp
Bike News

পরের মাসেই আসছে অত্যাধুনিক ফিচারসে ঠাসা Honda SP 160, দাম কত হতে পারে?

Honda বাজারে তাদের নতুন বাইক নিয়ে আসতে চলেছে খুবই জলদি। আসন্ন সময়ে হোন্ডা মোটরসের টার্গেট Honda SP 160। বাজারে SP 125 এর সাফল্য দেখে গাড়িটির 160 সিসি ভার্সন নিয়ে আসতে চাইছে হোন্ডা মোটরস। খবর আসছে যে, নতুন SP 160 তৈরি হচ্ছে ইউনিকর্ন 160 প্ল্যাটফর্মের ওপর।

এদিকে কয়েকদিন আগেই হোন্ডা মোটরসের তরফে লঞ্চ করা হয়েছে শাইন 100 এবং ডিও 125। এবার তারা 160 সিসির সেগমেন্টে নিজেদের নতুন বাইক নিয়ে আসার ঘোষণা করেছে। হোন্ডা মোটরস এক্ষেত্রে বিভিন্ন সেগমেন্টে নিজেদের একাধিক বাইক বিয়ে এসে বাজার নিজেদের দখলে আনতে চাইছে।

Source-Gaadiwaadi.com

ইউনিকর্ন 160 বাইকটি বাজারে বেশ ভালই বিক্রি হয়েছে। হোন্ডা মোটরস তাই এবার SP রেঞ্জের অধীনে একটি 160 সিসির বাইক আবার ঘোষণা করেছে। বর্তমানে ইউনিকর্ন বাইকটির দাম রয়েছে 1.10 লক্ষ টাকা (Ex-Showroom)। SP 160 বাইকটি Unicorn গাড়ির প্রিমিয়াম ভার্সন হতে পারে, আশা করা হচ্ছে সেটির দাম থাকবে 1.15 লক্ষ টাকার আশেপাশে। সেক্ষেত্রে Honda তাদের প্রতিদ্বন্দ্বী TVS এর Raider গাড়িটিকেও বড় প্রতিযোগিতায় ফেলবে।

Honda SP 125 গাড়িতে 162.7 সিসির ওয়ান সিলিন্ডার ইঞ্জিন ব্যবহার হতে পারে। ইঞ্জিনটি 7,500 rpm-এ সর্বোচ্চ 12.9 bhp-এর পাওয়ার আউটপুট এবং 5,500 rpm-এ 14 Nm পিক টর্ক তৈরি করতে সক্ষম। গাড়িটি পাঁচ গতির ট্রান্সমিশনের সাথে আসবে বলেই ধারণা। পিছনে বেশ বড় 18 ইঞ্চির চাকা ব্যবহার করা হতে পারে, তাই বলা যায় যে গাড়িটির স্পিড লিমিট বেশ ভালই থাকতে চলেছে।

অনেকের ধারণা, Unicorn গাড়িটির ইঞ্জিন আরো আপগ্রেড করে লাগানো হবে SP 160 এ। কারণ TVS Raider ছাড়াও এই সেগমেন্টে Honda SP 160 প্রতিযোগীতায় নামবে Yamaha FZ V4.0, Suzuki Gixxer 155 এবং Bajaj Pulsar 150 এর সাথে।

Back to top button