Read In
Whatsapp
Bike News

Honda SP 160 নাকি Unicorn, কোন গাড়ি কিনবেন? বিভ্রান্ত না হয়ে দেখে নিন তুলনা

160 সিসি সেগমেন্টে নতুন বাইক নিয়ে এসেছে Honda Motors। নতুন SP 160 তৈরি হয়েছে Unicorn Platform এর ওপরেই। দুই বাইকের মধ্যে রয়েছে একগুচ্ছ মিল। 160 সিসি ইঞ্জিনের সাথে এলেও ফারাক রয়েছে দুই বাইকে। কিন্তু কোন বাইক নেবেন আপনি? আপনাদের হয়ে উত্তর খোঁজার চেষ্টা করল আমাদের এক্সপার্ট টিম। দেখে নিন দুই বাইকের মধ্যে কে সেরা।

ইঞ্জিনের কথা বললে দুই বাইকেই একই 162.71 cc, 4 স্ট্রোক এয়ার কুলড ইঞ্জিন দিয়েছে Honda। এই ইঞ্জিন 7500 rpm-এ সর্বোচ্চ 13.27 Bhp শক্তি উৎপন্ন করতে পারে এবং 5500 rpm-এ মোট 14.58 Nm পিক টর্ক জেনারেট করতে সক্ষম। ফুয়েল ইনজেকশন সিস্টেম সহ 5 গতির গিয়ারবক্সের সাথে আসে দুই বাইক। অর্থাৎ সেখানেও কোনো ফারাক নেই SP 160 এবং Unicorn এর মধ্যে।

উভয় বাইকেই সামনের দিকে টেলিস্কোপিক ফর্ক এবং পিছনের দিকে অ্যাডজাস্টেবল মনোশক সাসপেনশন রয়েছে। তবে পার্থক্য রয়েছে ফুয়েল ট্যাংকে। ইউনিকর্ন বাইকে 13-লিটারের ফুয়েল ট্যাংক রয়েছে সেখানে SP160 এ মোট 12-লিটার ফুয়েল স্টোর করতে পারেন আপনি। আবার Unicorn গাড়িতে হ্যালোজেন হেডলাইট থাকলেও SP 160 এ রয়েছে LED হেডলাইট।

Unicorn গাড়িতে শুধুমাত্র ফ্রন্ট ডিস্ক ব্রেক থাকলেও SP 160 এ উভয় চাকাতেই সেই সুবিধা রয়েছে। বড় পার্থক্য রয়েছে দুই গাড়ির ইন্সট্রুমেন্ট ক্লাস্টারে। SP 160 এ সম্পূর্ণ ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার থাকলেও ইউনিকর্নে অ্যানালগ দেওয়া হয়েছে। এছাড়া SP 160 গাড়িটিকে বেশি পেশীবহুল এবং শক্তিশালী দেখায়।

এবার দুই গাড়ির মধ্যে দামের পার্থক্যও খুব গুরুত্বপূর্ন। কারণ Honda Unicorn-এর এক্স-শোরুম দাম রয়েছে 1,10,000 টাকা, যেখানে SP160 সিঙ্গেল ডিস্ক ভেরিয়েন্টের দাম 1,17,500 টাকা এবং ডাবল ডিস্ক ভেরিয়েন্টের জন্য দিতে হচ্ছে 1,21,900 টাকা (এক্স-শোরুম)। অর্থাৎ Honda Unicorn SP160 এর থেকে 7,500 সস্তা। তাই আপনি যদি বাজেট কম রেখেও একই পারফরম্যান্স চান তাহলে Unicorn আপনার জন্য সেরা গাড়ি হতে পারে।

Back to top button