Read In
Whatsapp
Bike News

Honda SP 125 Vs Hero Glamour, কোন বাইক উপযুক্ত আপনার জন্য? দেখে নিন সেরা কমিউটার বাইক কোনটি

কমিউটার সেগমেন্ট আজও দেশের মানুষের কাছে সবচেয়ে বেশি চাহিদা সম্পন্ন। বেশিরভাগ ক্ষেত্রে মানুষ 100 থেকে 125 সিসি বাইক কিনতেই লাইন লাগান। মধ্যবিত্ত আম জনতা এক্ষেত্রে মাইলেজ, লুক এবং ইঞ্জিন সব দেখে তারপরই একটি বাইক কেনার সিদ্ধান্ত নেন। এই সেগমেন্ট জনপ্রিয় Honda এর SP 125 এবং Hero এর Glamour। দুই বাইকের মধ্যে জোর টক্কর চলে। কিন্তু জানেন কি এগিয়ে কোনটি?

Hero Glamour এবং Honda SP 125 দুই বাইকেই রয়েছে 125 সিসির ইঞ্জিন। এর মধ্যে Hero Glamour 10.7 hp শক্তি এবং 10.6 Nm টর্ক উৎপন্ন করতে সক্ষম। 5 গতির গিয়ারবক্স সহ বাইকটির টপ স্পিড 95kmph। Honda SP 125 বাইকটি 10.72 hp শক্তি এবং 10.9 Nm টর্ক উৎপন্ন করে। এই বাইকের টপ স্পিড 100 kmph।

sp 125

Hero Glamour বাইকটি প্রতি লিটারে 55 কিমি মাইলেজ দেয়। 10 লিটার ফুয়েল ট্যাংক সহ বাইকটির মোট রেঞ্জ তাই 550 কিমি। অন্যদিকে Honda SP 125 বাইকে মাইলেজ পাবেন 65 কিমির। 11.2 লিটারের ফুয়েল ট্যাংক সহ বাইকটিতে 728 কিমি মাইলেজ পাওয়া যায়। ব্রেকিংয়ের জন্য দুই বাইকে থাকছে ড্রাম ব্রেক এবং টিউবলেস টায়ার।

উল্লেখ্য যে, দুই বাইকেই ডিজিটাল ইনস্ট্রুমেন্ট কনসোল রয়েছে এবং Honda SP 125 বাইকে থাকছে গিয়ার ইন্ডিকেটর। Hero Glamour বাইকে অতিরিক্ত ফিচারস হিসেবে রয়েছে USB চার্জিং পোর্ট। হিরো বাইকটির দাম শুরু হচ্ছে 82,846 টাকা থেকে। সেখানে Honda SP 125 এর দাম শুরু হচ্ছে 86,751 টাকা থেকে।

Back to top button