TRENDS
Advertisement

Honda Shine নাকি Hero Splendor? বাজেটের মধ্যে সেরা কোন বাইক? দেখে নিন বিস্তারিত

রেসিং, স্ট্রীট, অ্যাডভেঞ্চার ইত্যাদি বাইকের বিক্রি বাড়লেও দেশের অন্দরে কমিউটার সেগমেন্টের বাইকের বিক্রিই বেশি। এক্ষেত্রে মানুষের চাহিদা কম বাজেটে দুর্দান্ত মাইলেজ এবং মোটামুটি ভালো পারফর্ম্যান্স। আর এসব চাহিদা পূরণ করতে…

Published By: Ritwik | Published On:

রেসিং, স্ট্রীট, অ্যাডভেঞ্চার ইত্যাদি বাইকের বিক্রি বাড়লেও দেশের অন্দরে কমিউটার সেগমেন্টের বাইকের বিক্রিই বেশি। এক্ষেত্রে মানুষের চাহিদা কম বাজেটে দুর্দান্ত মাইলেজ এবং মোটামুটি ভালো পারফর্ম্যান্স। আর এসব চাহিদা পূরণ করতে সক্ষম নতুন Honda shine 100 এবং Hero Splendor Plus। কিন্তু দুই বাইকের মধ্যে কোনটি নেবেন আপনি? দামেই বা সেরা কে তাই দেখে নিন এখানে।

Advertisements
Whatsapp-color Created with Sketch. 🚗 গাড়ি-বাইকের খবর পেতে জয়েন করুন 👉🏻
✅ এখনই যোগ দিন

Honda Shine 100 Honda Shine নাকি Hero Splendor? বাজেটের মধ্যে সেরা কোন বাইক? দেখে নিন বিস্তারিত

Honda এর এই বাইকে আপনি 98 সিসির সিঙ্গেল সিলিন্ডার পেয়ে যাবেন। বাইকটি মোট 7.26 bhp শক্তি এবং 8.05 নিউটন মিটার টর্ক তৈরি করতে সক্ষম। 4 গতির গিয়ার বক্সের সাথে বাইকটির সর্বোচ্চ গতি 85 kmph। উল্লেখ্য বাইকটি 65 কিমির মাইলেজ দেয়। হন্ডা সাইনে ফুয়েল ক্যাপাসিটি 9 লিটার।

Honda Shine নাকি Hero Splendor? বাজেটের মধ্যে সেরা কোন বাইক? দেখে নিন বিস্তারিত

বাইকে কিক এবং সেল্ফ স্টার্ট উভয় অপশনই রয়েছে। এছাড়া বাইকটি 3 বছরের ওয়ারেন্টির সাথে এলেও সেটি 7 বছর পর্যন্ত বাড়ানো সম্ভব। Honda Shine এ টেলিস্কপিক ফর্ক এবং পিছনে ডুয়াল অ্যাবসর্বার সাসপেনশন পাওয়া যায়। বাইকের দুই চাকাতেই ড্রাম ব্রেক পাওয়া যায়। Honda Shine 100 এর এক্স শোরুম দাম 65,012 টাকা।

Hero Splendor Plus Honda Shine নাকি Hero Splendor? বাজেটের মধ্যে সেরা কোন বাইক? দেখে নিন বিস্তারিত

Hero বাইকটিতে 97 সিসির সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন। এই ইঞ্জিন মোট 7.91 hp শক্তি এবং 8.05 Nm টর্ক উৎপন্ন করতে সক্ষম। 4 গতির গিয়ারবক্স সমেত Hero বাইকের মাইলেজ 60 kmpl। উল্লেখ্য বাইকের সর্বোচ্চ গতি 87 কিমি প্রতি ঘণ্টা। বাইকটিতে মোট 9.8 লিটারের ফুয়েল ট্যাংক রয়েছে।

Honda Shine নাকি Hero Splendor? বাজেটের মধ্যে সেরা কোন বাইক? দেখে নিন বিস্তারিত

স্প্লেন্ডরে টেলিস্কপিক হাইড্রলিক এবং হাইড্রলিক অ্যাবসর্বার সাসপেনশন রয়েছে। 18 ইঞ্চির চাকাতে ড্রাম ব্রেক রয়েছে দুই প্রান্তেই। অ্যানালগ ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার সহ হ্যালোজেন হেডলাইট রয়েছে Hero Splendor এ। উল্লেখ্য Hero Splendor Plus বাইকের দাম 73,434 টাকা।

About Author