TRENDS
Advertisement

মাত্র 17 হাজার দিয়ে বাড়ি আনুন Honda Shine, এই সুযোগ হাতছাড়া করবেন না

17 হাজার টাকাতেই উপলব্ধ Honda Shine বাইকটি, বিরাট অফারের সুবিধা নিয়ে নিন এক্ষুণি

Published By: Ritwik | Published On:

হোন্ডার বাইক মানুষের ভারী পছন্দের। সংস্থাটির বিভিন্ন স্কুটার এবং বাইক দাম এবং মানের সাপেক্ষে দারুণ হওয়ার কারণেই আজ ভারতে এতবড় বাজার বানিয়েছে তারা। হোন্ডা মোটরস যেমন 1000 সিসির বাইক লঞ্চ করেছে তেমনই মধ্যবিত্তর প্রয়োজনে 125 সিসি সেগমেন্টেও উপস্থিত তারা। বর্তমানে দাম বাড়ার কারণে কিছুটা হলেও হাতের নাগালের বাইরে গিয়েছে ঠিকই , কিন্তু আজ হোন্ডা মোটরসের এমন একটি বাইকের বিষয়ে বলতে চলেছি যা আপনি বেশ সস্তায় কিনে নিতে পারেন।মাত্র 17 হাজার দিয়ে বাড়ি আনুন Honda Shine, এই সুযোগ হাতছাড়া করবেন না

Advertisements
Whatsapp-color Created with Sketch. 🚗 গাড়ি-বাইকের খবর পেতে জয়েন করুন 👉🏻
✅ এখনই যোগ দিন

ভারতের বাজারে বেশ জনপ্রিয় একটি বাইক Honda Shine 125। অনেকেই বাইকটি কেনার কথা ভাবলেও দামের জন্য পিছিয়ে আসতে হয়। 73,614 থেকে 80,314 অবধি এক্স শোরুম দাম রয়েছে। এবার আপনি যদি এই বাজেটেও কিনতে না পারেন তাহলে আজ এমন এক উপায় সম্বন্ধে জানাতে চলেছি যার ফলে একদম জলের দরে বাইকটি বাড়িতে আনতে পারবেন আপনি। তিনটি এরকম অফারের বিষয়ে জানাবো আপনাদের।মাত্র 17 হাজার দিয়ে বাড়ি আনুন Honda Shine, এই সুযোগ হাতছাড়া করবেন না

১) এই অফারটি রয়েছে OLX এর ওয়েবসাইটে। সেখানে Honda Shine 2012 মডেলের একটি বাইককে লিস্ট করা হয়েছে। সেকেন্ড হ্যান্ড বাইকটি মাত্র 17,000 টাকার বিনিময়ে কিনতে পারবেন আপনি।

২) দ্বিতীয় অফারটি দিচ্ছে QUIKR। সেখানেও 2012 সালের মডেলটি উপলব্ধ রয়েছে এবং 21,000 টাকায় বিক্রি হচ্ছে। বাইকটির কন্ডিশন নিয়েও চিন্তা করার কারণ নেই আপনার। কারণ সেটি বেশ ভালো অবস্থাতে কিনতে পারেন।মাত্র 17 হাজার দিয়ে বাড়ি আনুন Honda Shine, এই সুযোগ হাতছাড়া করবেন না

৩) তৃতীয় অফারটি চলেছে Droom ওয়েবসাইটে। 2011 সালের একটি মডেল মাত্র 20,500 টাকায় কিনতে পারেন আপনি।

About Author