TRENDS
Advertisement

মাত্র ২০ হাজার টাকায় বাড়ি নিয়ে আসুন হাইস্পীড বাইক Honda Shine 100, এই সুযোগ হাতছাড়া করবেন না

ব্যাংক থেকে লোন না পেলেও চিন্তা নেই, মাত্র 20 হাজার টাকাতেই নতুন বাইকটি কিনতে পারবেন আপনি। পকেট গড়ের মাঠ হওয়া থেকে বাঁচাতে পারেন নিম্নোক্ত উপায়ে

Published By: Ritwik | Published On:
মাত্র ২০ হাজার টাকায় বাড়ি নিয়ে আসুন হাইস্পীড বাইক Honda Shine 100, এই সুযোগ হাতছাড়া করবেন না
source : autocarindia

Honda মোটরসের বহুল বিখ্যাত বাইক Shine। ভারতের বাজারে বিক্রির নতুন রেকর্ড বানিয়েছে বাইকটি। আর মুদ্রাস্ফীতির মধ্যেও সেটির বিক্রি চলছে দেদার। তবে দাম বাড়ার কারণে সমস্যায় পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। কিন্তু তাও যদি আপনাকে বাইক কিনতে হয় এবং আপনার কাছে টাকা না থাকে তাহলে আপনি ব্যাংক থেকে বাইক কিনতে পারেন।

Advertisements
Whatsapp-color Created with Sketch. 🚗 গাড়ি-বাইকের খবর পেতে জয়েন করুন 👉🏻
✅ এখনই যোগ দিন

এবার ব্যাংক থেকে লোন নিতে চাইলেই আর নেওয়া যায়না। সেজন্য ভালো সিবিল স্কোর থেকে মাসিক আয় এবং সেভিংস ইত্যাদি গুরুত্বপূর্ন। কিন্তু বাইক কেনার ইচ্ছে থাকলে এবং ব্যাংক বাইক লোন মঞ্জুর না করলে আপনার কাছে আরেকটি উপায় রয়েছে। আর সেইটাই আজ জানাবো আমরা।

মাত্র ২০ হাজার টাকায় বাড়ি নিয়ে আসুন হাইস্পীড বাইক Honda Shine 100, এই সুযোগ হাতছাড়া করবেন নাHonda Motorcycles তাদের জনপ্রিয় CB Shine 100 বাইকের ওপর বাম্পার অফারের ঘোষণা করেছে। আর তারফলে বাইকটির দাম কমে অর্ধেক হয়ে গিয়েছে। একেবারে 50% ছাড়ের কারণে আপনাকে আর দাম নিয়েও খুব বেশি চিন্তা করতে হবেনা। হোন্ডার এই বাইকটি বেশ কম খরচেই বাড়িতে আনতে পারবেন।

Honda CB Shine 100 কমিউটার সেগমেন্টের অধীনে আসে। ভারতে বাইকটির Ex showroom দাম শুরু হয় 71,338 টাকা থেকে 75,506 টাকা। কিন্তু এই দাম দিতে হচ্ছেনা আপনাকে। অফারের আওতায় কম দামেই ব্যবহৃত বাইকটি কিনতে পারবেন আপনি। www.carandbike.com নামের একটি সংস্থা গাড়িটির 2022 মডেলের দাম রেখেছে মাত্র 20,000 টাকা। মাত্র ২০ হাজার টাকায় বাড়ি নিয়ে আসুন হাইস্পীড বাইক Honda Shine 100, এই সুযোগ হাতছাড়া করবেন না

উল্লেখ্য, আপনি যদি ভাবছেন যে বাইকটি হয়তো খুব পুরনো এবং খারাপ অবস্থায় রয়েছে তাহলে তা ঠিক নয়। কারণ Honda CB Shine 100 বাইকটি মোট 6,000 কিমিই চলেছে। এবং কোথাও কোনো ভাঙ্গা অথবা ক্র্যাক নেই। তাই আর দেরী কিসের, মাত্র 20,000 টাকা দিয়েই কিনে নিন হোন্ডার এই বেস্টসেলিং বাইক।

About Author