![](https://autoscoop.in/wp-content/uploads/2023/09/honda-sp-125.jpg)
ভারতের বাজারে দুই চাকার বৃদ্ধি বেড়েই চলেছে। আর সেই কারণে একাধিক কোম্পানি ভারতে নিজেদের পসরা খুলে বসেছে। জাপানি কোম্পানি হোন্ডাও কম যায়না এক্ষেত্রে। সদ্যই কমিউটার রেঞ্জে নতুন একটি বাইক নিয়ে এসেছে Honda। যা সাশ্রয়ী মূল্যে দারুণ ডিজাইন এবং চমৎকার ফিচারসের সাথে আসে।
![](https://autoscoop.in/wp-content/uploads/2023/07/sp-125-right-front-three-quarter-2-1.webp)
নতুন Honda SP 125 এর ফিচারস এবং দাম সহ অনন্য বৈশিষ্ট্য এটিকে অনন্য করে তুলেছে। সস্তায় প্রিমিয়াম বাইকের সুবিধা দেওয়ার কারণে বাইকটির বিক্রিও তুঙ্গে। এর সাথে আবার যুক্ত হয়েছে দারুণ মাইলেজ। সব মিলিয়ে বাম্পার হিট Honda SP 125। ব্ল্যাক, ম্যাট অ্যাক্সিস গ্রে মেটালিক, ইম্পেরিয়াল রেড মেটালিক, পার্ল সাইরেন ব্লু, ডিসেন্ট ব্লু মেটালিক, হেভি গ্রে মেটালিক এবং ম্যাট মার্ভেল ব্লু মেটালিক এই সমস্ত রঙের সাথে উপলব্ধ নতুন বাইকটি।
Honda SP 125 বাইকে 123.94 সিসির সিঙ্গল সিলিন্ডার এয়ার কুল ইঞ্জিন রয়েছে। এই ইঞ্জিন মোট 10.87 bhp শক্তি এবং 10.9 Nm টর্ক জেনারেট করতে সক্ষম। সাইলেন্ট স্টার্টের জন্য ACG স্টার্টার মোটর এবং 5-স্পীড গিয়ারবক্স সহ 65 কিমি মাইলেজ পেয়ে যাচ্ছেন আপনি।
![](https://autoscoop.in/wp-content/uploads/2023/07/2023-honda-sp-125-6.jpg)
নতুন ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, 100 মিমি চওড়া পিছনের টায়ার, LED হেডলাইট, কম্বি ব্রেক সিস্টেম, ইন্টিগ্রেটেড পাস লাইট সুইচ, অ্যালয় হুইল দেখতে পাবেন। ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টারে আপনি দূরত্ব, গড় মাইলেজ, রিয়েল-টাইম মাইলেজ, ইকো ইন্ডিকেটর, গিয়ার পজিশন ইন্ডিকেটর, সার্ভিস ডিউ ইন্ডিকেটর ইত্যাদি আগের ভার্সনের মতোই থাকবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক বাইকটির দাম কত।
দাম: Honda SP125 Sports Edition বাইকের এক্স শোরুম দাম শুরু হচ্ছে 90,567 টাকা থেকে। টপ মডেলের দাম মাত্র 99,875 টাকা।