অটোমোবাইল সেক্টরের জন্য সালটা মোটেই ভালো যাচ্ছেনা। দামের হিসেবে মোটরসাইকেল পাওয়া খুবই দুষ্কর হয়ে ওঠেছে। আবার যেগুলো রয়েছে তার রঙ এমনই ফ্যাকাসে ধরনের যে কেনার ইচ্ছেই কমে যাচ্ছে। সব মিলিয়ে বড়ই দুষ্কর সময় হয়ে ওঠেছে। কিন্তু এমন বাজারে নয়া রূপে চলে এল Honda SP 125। বাইকটির স্পোর্টস এডিশন লঞ্চ হয়েছে সম্প্রতি।
মাত্র 550 টাকা বেশি দাম দিলেই পাওয়া যাচ্ছে নতুন Honda SP 125। 7টি নতুন রঙ এবং 3টি নতুন ভ্যারিয়েন্ট থাকছে। গ্রাহকদের নিজেদের পছন্দমত মডেল বেছে নেওয়ার জন্য বিরাট পসরা সাজিয়ে হাজির Honda SP 125। কী কী রংয়ে পাওয়া যাবে Honda SP125 স্পোর্টস এডিশন? চলুন জানাচ্ছি।
ব্ল্যাক, ম্যাট অ্যাক্সিস গ্রে মেটালিক, ইম্পেরিয়াল রেড মেটালিক, পার্ল সাইরেন ব্লু, ডিসেন্ট ব্লু মেটালিক, হেভি গ্রে মেটালিক এবং ম্যাট মার্ভেল ব্লু মেটালিক এই সমস্ত রঙ চড়বে SP 125 এ। আবার সেখানে নয়া গ্রাফিক্সও দেখতে পাবেন আপনি। উল্লেখ্য, বাকি সমস্ত ফিচারস একই থাকছে। ইঞ্জিন থেকে শুরু করে নানান ফিচারস আগের মতই পাওয়া যাবে।
ইঞ্জিন: Honda SP 125 বাইকে 123.94 সিসির সিঙ্গল সিলিন্ডার এয়ার কুল ইঞ্জিন রয়েছে। এই ইঞ্জিন মোট 10.7 bhp শক্তি এবং 10.9 Nm টর্ক জেনারেট করতে সক্ষম। সাইলেন্ট স্টার্টের জন্য ACG স্টার্টার মোটর এবং 5-স্পীড গিয়ারবক্স সহ 65 কিমি মাইলেজ পেয়ে যাচ্ছেন আপনি।
নতুন ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, 100 মিমি চওড়া পিছনের টায়ার, LED হেডলাইট, কম্বি ব্রেক সিস্টেম, ইন্টিগ্রেটেড পাস লাইট সুইচ, অ্যালয় হুইল দেখতে পাবেন। ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টারে আপনি দূরত্ব, গড় মাইলেজ, রিয়েল-টাইম মাইলেজ, ইকো ইন্ডিকেটর, গিয়ার পজিশন ইন্ডিকেটর, সার্ভিস ডিউ ইন্ডিকেটর ইত্যাদি আগের ভার্সনের মতোই থাকবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক বাইকটির দাম কত।
দাম: Honda SP125 Sports Edition বাইকের এক্স শোরুম দাম শুরু হচ্ছে 90,567 টাকা থেকে। আগের ডিস্ক ভেরিয়েন্টের দাম ছিল 90,017 টাকা কিন্তু এবার 550 টাকা দাম বেড়েছে স্পোর্টস এডিশনের জন্য।