
সামনেই দীপাবলি অর্থাৎ সারা ভারতেই উৎসবের মরশুম শুরু হয়ে যাবে। আর এই সময় একগুচ্ছ অফার নিয়ে হাজির নানান কোম্পানি। বাজার ধরতে তাই বড় ডিসকাউন্টের ঘোষণা করেছে Honda Motors and Scooter India। HMSI তাদের বাইক এবং মোটরসাইকেলের ওপর দারুণ অফার নিয়ে এসেছে।
Honda Motorcycle and Scooter India অর্থাৎ HMSI সম্প্রতি গ্রাহক টানতে 5,000 টাকার cashback এর ঘোষণা করেছে। যেকোন হোন্ডা বাইক অথবা স্কুটারে এই সুবিধা পাওয়া যাবে। এছাড়া রয়েছে Zero Down Payment এর সুবিধা। অর্থাৎ আপনি হোন্ডার স্কুটার এবং বাইক লো নের মারফতে কিনতে চাইলে 100% ফাইন্যান্সের সুবিধা পেয়ে যাবেন।
হোন্ডার Super Six offers এ আপনাকে আর হাইপোথেকেশন করার প্রয়োজন নেই। আসলে এতদিন ফাইন্যান্সের মাধ্যমে বাইক এবং স্কুটার কিনলে টাকা জমা দেওয়ার পরই ব্যাঙ্কে ভিজিট করে নিজের নাম এবং বাইক নথিভুক্ত করতে হতো। কিন্তু এবার আর সেই সমস্যা থাকছেনা।
Honda Super Six offers এ আবার ফিক্সড রেটে ফাইন্যান্সের সুবিধাও থাকছে। এক্ষেত্রে নুন্যতম 6.99% সুদের সাথেই নতুন গাড়ি কিনতে পারবেন। এছাড়া দীর্ঘ এবং জটিল ফাইন্যান্স প্রক্রিয়াকে অনেকটাই সহজ করে নেওয়া হয়েছে। যার ফলে সুলভ মূল্যে এবং অপেক্ষাকৃত সহজ উপায়ে বাইক এবং স্কুটার নিয়ে যেতে পারেন।
বিভিন্ন বাইকে বেশ ছাড়ও দিয়েছে হোন্ডা। কয়েকদিন আগেই CB 300R বাইকে 35 হাজার টাকার বাম্পার ডিসকাউন্ট দিয়েছে তারা। ডিসকাউন্ট এবং ছাড়ের সাথে উৎসবের মরশুমে আরো বড় বাজার ধরতে চাইছে Honda। সমস্ত অফারের বিষয়ে আরো অধিক জানতে হোন্ডার ওয়েবসাইট ঘুরে আসতে পারেন আপনি।