200 সিসি সেগমেন্টে বেশ সুন্দর Adventure বাইক পাওয়া যাচ্ছে। অপেক্ষাকৃত ভারী শ্রেণীর মধ্যে 200 সিসি উপযুক্ত রেঞ্জ। আপনাদের জানিয়ে রাখি যে, এই সেগমেন্টে সেরা কয়েকটি বাইক Honda CB 200X, Suzuki V-Storm, এবং Hero Xpulse 200। তবে এই তিন বাইকের মধ্যে কি পার্থক্য এবং আপনি কোনটি নেবেন তাই জানাবো আজ।
Honda CB200X
মাউন্টেড LED টার্ন ইন্ডিকেটর, LED হেডলাইট এবং টেল লাইট সহ ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার রয়েছে বাইকে। ডুয়াল ডিস্ক ব্রেক এবং সিঙ্গেল চ্যানেল অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম (ABS) এর সাথে আসে CB 200X। তবে এই বাইকে স্মার্ট ফিচারস থাকছেনা কারণ এখানে ব্লুটুথ কানেকশন পাওয়া যায়না।
Honda CB 200X এ Hornet 2.0 তে যে ইঞ্জিন রয়েছে সেই ইঞ্জিনই পাওয়া যায়। 184 সিসির সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন মোট 17 hp শক্তি এবং 15.9 Nm টর্ক উৎপন্ন করতে সক্ষম। 6 গতির গিয়ারবক্স সহ 45 kmpl মাইলেজও পাবেন। এই মুহুর্তে Honda CB 200X এর দাম পড়বে 1.46 লক্ষ টাকা।
Suzuki V-Strom SX
বাজেট সেগমেন্টে Suzuki V-Strom একটি দুর্দান্ত বাইক। বিভিন্ন ট্যুর সে হাইওয়ে হোক কি রুক্ষ শুষ্ক লেহ লাদাখ, সমস্ত ক্ষেত্রেই নিজের শক্তি প্রদর্শন করতে সক্ষম Suzuki V-Strom SX। এছাড়া আকারে বড় বাইক থেকে ডিজাইন নিয়েছে V-Strom SX।
Suzuki এর এই বাইকে টেলিস্কোলিক ফ্রন্ট ফর্ক সহ ডুয়াল ডিস্ক ব্রেকের সাথে আসে। ডুয়াল চ্যানেল ABS সিস্টেম সহ ব্লুটুথ কানেকটেড LCD ইন্সট্রুমেন্টাল ক্লাস্টার রয়েছে। V-Strom VX বাইকের দাম শুরু হচ্ছে 2.11 লক্ষ টাকা থেকে।
Hero Xpulse
Hero Xpulse হল একটি দারুণ অফ-রোডার বাইক। হাইওয়েতে নয়, Xpulse তৈরী হয়েছে অরোডিংয়ের জন্যই। ওপরোক্ত সমস্ত ফিচারস যেমন, শক্তিশালী ইঞ্জিন, উন্নত সাসপেনশন সবই রয়েছে Hero Xpulse এ। কিন্তু Xpulse বাইকে লম্বা ফর্ক পাওয়া যায়।
এছাড়া বাকি দুটি বাইক যেখানে রোড ফোকাসড সেখানে Hero Xpulse তৈরি হয়েছে Off-road এর জন্য। বাইকটির দাম শুরু হচ্ছে 1.45 লক্ষ টাকা থেকে।